স্টাফ রিপোর্টার: শীতলকুচি কাণ্ডে ছয় সিআরপিএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর ছয় জওয়ান (CISF)।
এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হন তাঁরা। অবশেষে বুধবার তাঁদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফের কোনও ‘দোষ’ দেখতে না পাওয়ার জন্যই আগাম জামিন মঞ্জুর করে হাই কোর্ট। দীপক কুমার, সুনীল কুমার, গীরীশ কুমার, সন্দীপ কুমার, নিত্যানন্দ দাস এবং যাদব নীলেশ নামদেও- এই ছয় জওয়ানকে আগাম জামিন দেয় বিচারপতি রাজর্ষি ভরদ্বার এবং বিচারপতি শম্পা দত্ত (পাল)-এর বেঞ্চ। জানানো হয়, সাধারণ মানুষ যাতে সুষ্ঠভাবে ভোট দিতে পারেন, তার জন্য সেই সময় এই পদক্ষেপ করা আবশ্যক ছিল।
[আরও পড়ুন: লাফিয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, অ্যাকটিভ কেস ৪০ হাজার পার, ফিরছে মাস্ক?]
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে উত্তপ্ত হয়েছিল শীতলকুচির জোরপাটকি বুথ। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন চারজন। ঘটনার তদন্ত শুরু যায় সিআইডির হাতে। একাধিকবার ছয় জওয়ানকে তলব করে রাজ্যের তদন্তকারী সংস্থা। কিন্তু কোনও না কোনও কারণ দেখিয়ে সিআইডির সম্মুখীন হননি তাঁরা। কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকেও জেরা করেছিল সিআইডি। নিজেদের নির্দোষ প্রমাণ করার দাবি জানিয়ে এরপর হাই কোর্টে আগাম জামিন চান অভিযুক্ত ছয় জওয়ান। এবার তাঁদের স্বস্তি দিল আদালত।