shono
Advertisement

মোদির লক্ষ কণ্ঠে গীতাপাঠে আমন্ত্রিত মমতা, ‘রোজ চণ্ডীপাঠ করি’, পালটা মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
Posted: 04:35 PM Dec 04, 2023Updated: 05:05 PM Dec 04, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ডিসেম্বরেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। আয়োজক আরএসএস (RSS) ঘনিষ্ঠ অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিজেই বিধানসভায় সেকথা জানালেন তিনি। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

লোকসভা ভোটের আগে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে বাজার গরম করতে চাইছে বিজেপি। আর তাই গীতাজয়ন্তীতে কলকাতায় গীতাপাঠের বিশাল আসর বসাচ্ছে আরএসএস ঘনিষ্ঠ ধর্মীয় সংগঠন। আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। শুধু মোদি নন, আমন্ত্রিত মমতাও। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “গীতাপাঠের আসরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে আমায়। কিন্তু এই সংগঠন কারা আমি জানি না। আমায় জানতে হবে। এরা বিজেপির লোক বলেই মনে হয়।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “করুক গীতাপাঠ। গীতাপাঠ নিয়ে কী অসুবিধা? আমি তো নিজে রোজ চণ্ডীপাঠ করি।”

[আরও পড়ুন: কেন ভরাডুবি কংগ্রেসের? কী হবে ইন্ডিয়া জোটের কৌশল? তাৎপর্যপূর্ণ বার্তা মমতার]

জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ‌্যায় পাঠ করা হবে। অন্তত ১ লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ হবে। ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ গেরুয়াপন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও পিছনে পুরোপুরিভাবে রয়েছে বিজেপি ও সংঘ পরিবার। এদিকে, আয়োজক সংগঠনের দাবি, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে। ওইদিন ব্রিগেডে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতীর উপস্থিত থাকার কথা। সেখানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও। 

[আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে রং বিতর্কে রাজ্যকে জবাব দিল কেন্দ্র, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement