দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুন্দরবন সফরে যাচ্ছেন তিনি। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দু’দিন সুন্দরবন সফরে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে শীতকালীন অধিবেশন। ২৮ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তার পরদিনই সজনেখালি রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বলে কথা! তাই তার প্রস্তুতিতে তৎপর জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সুন্দরবনের গোসাবাতে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। এর আগে শেষবার ২০১২ সালে সুন্দরবনের গোসাবাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও সরকারি অনুষ্ঠানেই গোসাবাতে যাচ্ছে। আপাতত প্রশাসনিক সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল, মঙ্গলবার গোসাবার কাছারি ময়দানে একটি জনসভা করবেন। সেখানে বিভিন্ন পরিষেবা প্রদান করার কথা আছে। রাতে থাকবেন সজনেখালিতে। মুখ্যমন্ত্রীর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর, মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
[আরও পড়ুন: আগামী সপ্তাহেই শপথ? বাংলার নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনালাপে তুঙ্গে জল্পনা]
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যন্ত এলাকায় মুখ্যমন্ত্রীর সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি সুন্দরবনের নদীবাঁধ ভাঙন নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে পাঠিয়েছেন চিঠিও। তাই সুন্দরবনের বিভিন্ন দ্বীপে নদীবাঁধের অবস্থা কেমন, তা নিজে খতিয়ে দেখতে পারেন বলেই মনে করা হচ্ছে।
আর মাত্র কয়েকমাস পরই পঞ্চায়েত ভোট। প্রায় রাজনৈতিক দল ধীরে ধীরে ঘুঁটি সাজাতে শুরু করেছে। জেলাসফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নদিয়া সফর সেরেছেন তিনি। বিরসা মুন্ডার ১৪৭ তন জন্মজয়ন্তীতে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলায় মোট ৩২ কোটি ৫৩ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। ২০ কোটিরও বেশি টাকার প্রকল্পের শিলান্যাসও হয়েছে। এবার দেখার সুন্দরবনে গিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী।