সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর কাণ্ড (Jadavpur) নিয়ে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহার করে রাজ্যের কলেজগুলিতে ব়্যাগিং রুখতে ইসরোর কাছে পরামর্শ চাইলেন তিনি।
বিষয়টা ঠিক কী? রাজভবনের তরফে জানানো হয়েছে, যাদবপুর কাণ্ড নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যপাল। সেই সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং রুখতে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করেন তিনি। এখানেই শেষ নয়, প্রযুক্তির সাহায্যে র্যাগিং রুখতে হায়দরাবাদের অ্যাডরিন সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
[আরও পড়ুন: শাড়ি কেনার নাম করে বাড়িতে ঢুকে মহিলা ব্যবসায়ীকে খুন, লুট টাকা ও গয়নাগাটি]
প্রসঙ্গত, যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর পর থেকেই রাজ্যের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়, হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ প্রকাশ্যে এসেছে। একাধিক পড়ুয়ার মৃত্যুর খবরও জানা গিয়েছে। বৃহস্পতিবারই এসএসকেমের হস্টেলে আত্মঘাতী হয়েছেন এক নার্সিং ছাত্রী। যার নেপথ্যের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একের পর এক এহেন ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে কয়েকগুন।