shono
Advertisement

Breaking News

‘মিস্ট্রি এখন হিস্ট্রি’, নবান্নে পাঠানো ‘গোপন চিঠি’ নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যপাল

গোপন কথাটি কি গোপন রইল?
Posted: 09:52 AM Sep 22, 2023Updated: 09:54 AM Sep 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নে পাঠানো তাঁর গোপন চিঠিতে ঠিক কী ছিল? অবশেষে সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তবে মুখ খুললেও গুমোট ভাঙলেন না রাজ্যপাল। জানিয়ে দিলেন, ওই রহস্যময় চিঠি এখন ইতিহাস। চিঠি রহস্যের সমাধানের সময় এখনও হয়নি।

Advertisement

প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘মাঝরাতে’ দেখে নেওয়ার হুঁশিয়ারি। তার পর মাঝরাতে নবান্নে গোপন চিঠি পাঠানো। একই ধরনের একটি গোপন চিঠি নয়াদিল্লিতে। গত ৯ সেপ্টেম্বর দুই গোপন চিঠিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও রাজ্যপালের সেই চিঠিতে ঠিক কী আছে, তা আজও অজানা।

[আরও পড়ুন: মতপ্রকাশের দোহাই দিয়ে খলিস্তানিদের সমর্থন! ট্রুডোকে তোপ দলীয় সাংসদেরই]

সেই নিয়ে শুক্রবার রাজ্যপাল বললেন,”ওই মিস্ট্রি এখন হিস্ট্রি।” অর্থাৎ চিঠির রহস্য এখন ইতিহাস। সি ভি আনন্দ বোসের বক্তব্য,”রাজ্যপাল হিসাবে আমি আমার সম্মানিত মন্ত্রিসভাকে চিঠি লিখেছি। সেটা যদি কোনও এক পক্ষ সঠিক সময় মনে করে, তাহলে প্রকাশ্যে আনবে।” এরপরই রাজ্যপাল বলেন, ওই গোপন চিঠি এখন ইতিহাস। তাঁর ইঙ্গিত, আপাতত ওই চিঠি নিয়ে বেশি আলোচনা না করাই ভাল।

[আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অনুমোদন দিল রাজভবন]

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে। দুপক্ষই দুপক্ষকে এ নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালের লেখা ওই চিঠি ভীষণ তাৎপর্যপূর্ণ। সম্ভবত সেকারণেই গোপন ওই চিঠি নিয়ে মুখ খুলতে চাইছে না কোনওপক্ষই। আর রাজ্যপাল মুখ খুললেও গুমোট ভাংছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement