সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যেই দিল্লির পথে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের দাবি, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রসঙ্গ উঠতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সোমবার সন্ধেয় দিল্লি উড়ে গিয়েছেন আনন্দ বোস। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শাহের সঙ্গে দেখা করার জন্য আগেভাগেই সময় চেয়ে রেখেছেন তিনি। সোমবার রাত বা মঙ্গলবার সকালে দুজনের সাক্ষাত হতে পারে। সেখানে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর জি করের ঘটনা নিয়ে রাজ্যপাল রিপোর্টও দিতে পারেন বলে খবর।
[আরও পড়ুন: RG Kar কাণ্ড: CBI-এর উপর চাপ বাড়ালেন কুণাল, ডাক্তারদের কাজে ফেরার আবেদন]
তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তের মোড় ঘোরাতে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে? সেই অভিযোগের সুর শোনা গিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গলায়। বলেন, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাই হোক না কেন তা অত্যন্ত উদ্বেগজনক এবং লজ্জাজনক। সাধারণ মানুষ ক্ষুব্ধ। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এমনকী ওই তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে দাবি করে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টাও করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে এই ঘটনাটি সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি।” গত বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যপাল। তিনি জানান, “আমি হাসপাতালে গিয়ে দেখেছি আন্দোলনকারীরা সুবিচারের দাবিতে সরব। প্রায় প্রত্যেকে তাঁদের পাশে আছে। আমাদের উচিত তাঁদের সুবিচার পাওয়ার বন্দোবস্ত করা।”
[আরও পড়ুন: সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালতের, এবার কাটবে আর জি কর রহস্যের জট?]