সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সঙ্গে সংঘাত বাড়িয়ে ফের নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করলেন তিনি। এছাড়া ঠিক পঞ্চায়েত ভোটের মুখে ‘পিস অ্যান্ড হারমনি কমিটি’ও গঠন করেছেন। ওই কমিটিরও চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার প্রাক্তন বিচারপতির কাঁধেই তুলে দিয়েছেন রাজ্যপাল।
রাজভবন সূত্রে খবর, কর্ণাটক হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল-আচার্য সিভি আনন্দ বোস। সূত্রের খবর, বুধবার প্রাক্তন প্রধান বিচারপতি ও রাজ্যপাল নিযুক্ত ১৩টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যদের মধ্যে কয়েকজন রাজভবনে গিয়েছিলেন। এদিনই প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য পদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ‘পটাশপুরে বিজেপি কর্মীর চোখ নষ্টের মামলায় লঘু ধারা কেন?’, পুলিশকে প্রশ্ন হাই কোর্টের]
সব্যসাচী বসু রায়চৌধুরী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নির্মাল্যনারায়ণ চক্রবর্তীকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। নির্মাল্যবাবুর মেয়াদ শেষ হয় গত ৮ জুন। তারপর থেকে উপাচার্যহীন ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এদিকে, রাজ্যপালের এই বেনজির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। আবার বিজেপি রাজ্যপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এছাড়া ভোটের (Bengal Panchayat Election) মুখে ‘পিস অ্যান্ড হারমনি কমিটি’ও গঠন করেছেন রাজ্যপালের। ইতিমধ্যে সিভি আনন্দ বোস ভোটসন্ত্রস্ত ভাঙড়, ক্যানিং, কোচবিহার, বাসন্তী পরিদর্শন করেছেন। ভোট হিংসায় বলি অনেকের পরিবারের সঙ্গে দেখাও করেছেন। রাজভবনেও বিশেষ হেল্পলাইন চালু করেছেন। এবার ‘পিস অ্যান্ড হারমনি কমিটি’ গঠন করলেন তিনি। যার চেয়ারম্যান হিসাবে প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কেই দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।