shono
Advertisement

রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকায় ‘অসন্তুষ্ট’, ফের টুইটে মমতাকে খোঁচা ধনকড়ের

এর আগে একাধিকবার এ প্রসঙ্গে টুইট করেছেন রাজ্যপাল।
Posted: 12:53 PM Nov 09, 2020Updated: 04:40 PM Nov 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত পাহাড়েই রয়েছেন তিনি। দার্জিলিংয়ের রাজভবনে বসেই সামলাচ্ছেন সমস্ত দায়িত্ব। সোমবার উত্তরবঙ্গের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাক্ষাতের ডাক দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁরা আদতে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তার আগেই রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ফের উষ্মাপ্রকাশ করলেন রাজ্যপাল। টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

সোমবার সকালে পরপর বেশ কয়েকটি টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করা ওই টুইটে আবারও রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। আইনের ধ্বজাধারীরাই বর্তমানে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যেকের রাজনৈতিকভাবে নিরপেক্ষতা থাকা উচিত, টুইটে দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

[আরও পড়ুন: শীতের মরশুমে প্রথমবার সুন্দরবনে দেখা মিলল বাঘমামার, উচ্ছ্বসিত পর্যটকরা]

দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও প্রশাসনিক আবার কখনও বা শিক্ষাক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেছেন। রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পালটা নবান্নের তরফে পত্রবোমা কিংবা অনেক সময় সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক অক্টোবরের শেষের দিকে দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখা করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমশ অবনতি হচ্ছে, শাহর কাছে নালিশ জানান রাজ্যপাল। তারপর পাহাড় সফরে আসার পথে শিলিগুড়িতেও আইনশৃঙ্খলা প্রসঙ্গে দীর্ঘ বক্তব্য রাখেন ধনকড়। এত কিছুর পরেও ফের একবার টুইটে রাজ্যকে খোঁচা দিলেন সাংবিধানিক প্রধান। 

[আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর ৬টি কারখানা, দীপাবলির মুখে মাথায় হাত ব্যবসায়ীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার