shono
Advertisement

WB Panchayat Election 2023: ভোটের দিন গতিবিধি নিয়ন্ত্রণ, পুলিশের নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টে ধাক্কা শুভেন্দুর

কাঁথির থানার আইসি'র নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান শুভেন্দু অধিকারী।
Posted: 03:33 PM Jul 07, 2023Updated: 08:13 PM Jul 07, 2023

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে ধাক্কা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোটের (WB Panchayat Election 2023) দিন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করল পুলিশ। তার ফলে নির্বাচনের দিন নিরাপত্তারক্ষী নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে পারবেন না তিনি।

Advertisement

শুভেন্দু অধিকারীকে নজরবন্দি করার নোটিস দেন কাঁথি থানার আইসি। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। পরিবর্তে বিচারপতি জানান, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিজের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবে না শুভেন্দু। নিজের স্থানীয় থানার বাইরে নিরাপত্তারক্ষীদের ব্যবহার করতে পারবেন না। ফলে নিরাপত্তারক্ষী নিয়ে নন্দীগ্রাম বিভিন্ন এলাকায় ঘুরতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা।

[আরও পড়ুন: বুথে ন্যূনতম ৪, স্ট্রংরুমে এক কোম্পানি, বাহিনী মোতায়েন নিয়ে কমিশনকে প্রস্তাব BSF আইজির]

কীভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবে নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। তবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানান হয়, নির্দিষ্ট কোন ব্যক্তিকে নোটিস দেওয়া হয়নি। প্রত্যেকটি রাজনৈতিক দলের বিধায়ককে নোটিস দেওয়া হয়েছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘দলে এত চোর-ধান্দাবাজ জানা ছিল না, এরাই নেতাদের প্রিয়’, ভোটের আগেরদিন ফের বিস্ফোরক মনোরঞ্জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement