shono
Advertisement

WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত, ফের ইডি দপ্তরে হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক

প্রচারের কাজে এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছেন আইনমন্ত্রী।
Posted: 11:08 AM Jun 19, 2023Updated: 01:17 PM Jun 19, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় ইডির তলবে আবারও হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malaya Ghatak)। সোমবার দিল্লির ইডি অফিসে তাঁকে তলব করা হলেও গেলেন না। মন্ত্রীর তরফে ইডিকে জানানো হল, সামনে পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023)। তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। সেই কারণে এখনই দিল্লি (Delhi) যেতে পারছেন না। 

Advertisement

উল্লেখ্য, গত ৫ তারিখ মলয় ঘটককে নোটিস পাঠিয়ে ইডি (ED) দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তার ঠিক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ইমেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ইমেলের জবাব দেননি বলে সূত্রের খবর। অবশেষে তৃতীয়বার ইমেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। সেই মর্মেই ১৯ তারিখ অর্থাৎ আজ তাঁর যাওয়ার কথা ছিল।

[আরও পড়ুন: কলকাতা থেকে টাকা হাতিয়ে চিনে পাচার! দিল্লি থেকে গ্রেপ্তার ক্রিপ্টো জালিয়াতি চক্রের মাথা]

কিন্তু ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোটের(Panchayat vote) নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। শাসকদলের বহু গুরুত্বপূর্ণ নেতাই গ্রাম বাংলায় ঘুরে প্রচারের দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে একজন আইনমন্ত্রী মলয় ঘটক। কিন্তু এদিন তিনি ইডিকে জানিয়ে দেন, প্রচারের কাজে মুর্শিদাবাদে রয়েছেন  এই মুহূর্তে। এখন দিল্লি যেতে পারবেন না। তবে পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান তিনি। এনিয়ে বেশ কয়েকবার ইডির তলব এড়ালেন মন্ত্রী। এরপর তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

[আরও পড়ুন: রাজ্যপাল পোশাকও কিনছেন সরকারি টাকায়! বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement