shono
Advertisement

WB Panchayat Election 2023: TMC প্রার্থী হলেও স্বাগত সকলেই! নিজের টোটোয় ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছলেন প্রার্থী

এটা যে বিধিভঙ্গ, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
Posted: 06:30 PM Jul 08, 2023Updated: 07:46 PM Jul 08, 2023

নন্দন দত্ত, বগটুই: টোটো তৃণমূলের। কিন্তু ভোট তুমি দাও যেখানে খুশি। এমন খুশির টোটো চেপে সারাদিন ভোট দিতে এল বগটুই গ্রামের মানুষ। টোটোতে নাজেমুল হকের সমর্থনে পোস্টার। তাতে দু’দিকে লাগানো তৃণমূলের পতাকা পতপত করে উড়ছে। রাস্তার ধারে হাত দেখালেই টোটো দাঁড়িয়ে যাচ্ছে। বিনা ভাড়ায় পশ্চিম পাড়ার বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের কাজ। এটা যে বিধিভঙ্গ, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

Advertisement

বগটুইয়ের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নাজেমুল জানান, “আমার টোটো বলে ওসব কিছু নেই। ওটা ভোটের টোটো। যিনি চান তিনি যাবেন, আসবেন। যাঁরা আসছেন সবাই কী তৃণমূলে ভোট(WB Panchayat Election 2023) দিচ্ছে। কেউ উৎসাহী হয়ে আমার পোস্টার লাগিয়ে দিয়েছে।”

[আরও পড়ুন: সীমান্ত লাগোয়া জেলায় ফের খুন, বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত বাগদা!]

টোটো চালকদের দাবি, ভোটের দিনে সারাদিন ভোটারদের টোটো চড়ানোর চুক্তি হয়েছে আমাদের সঙ্গে। তাই যে চাইছে তাদের ভোটকেন্দ্র পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, আসছি। এই একটা দিনে গাড়ি চলে না। কেউ বাইরে যান না। তাই পার্টির সঙ্গে চুক্তিতে গাড়ি দিয়ে লাভ হয়েছে ভালই।

[আরও পড়ুন: WB Panchayat Election: পঞ্চায়েত হিংসা রুখতে খড়্গহস্ত, নদিয়ায় ১৫ রাউন্ড গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার