shono
Advertisement

Breaking News

WB Panchayat Election: মনোনয়নের সময়সীমা বাড়ানোর প্রস্তাব হাই কোর্টের, পিছোতে পারে পঞ্চায়েত ভোট

ভোট প্রক্রিয়ার সময়সীমা নিয়ে নতুন দিনক্ষণের প্রস্তাবও দিয়েছে হাই কোর্ট।
Posted: 12:53 PM Jun 12, 2023Updated: 02:54 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট (WB Panchayat Election)?  সোমবার ভোটের মনোনয়ন পর্ব নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) শুনানির সময় তেমনই ইঙ্গিত মিলল। হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রস্তাব, মনোনয়নে আরও সময় দেওয়া প্রয়োজন। ৮ জুলাই নয়, ১৪ জুলাই হোক পঞ্চায়েত ভোট। তবে এ বিষয়ে এখন রাজ্য নির্বাচন কমিশন কিছু জানায়নি।

Advertisement

মনোনয়নের দিনক্ষণ বাড়ানো নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস, বিজেপি। শুনানিতে সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। এ বিষয়ে সামগ্রিকভাবে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা রাজ্য় নির্বাচন কমিশনের (State Election Commission)কাছে জানতে চায় হাই কোর্ট। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়েও রাজ্যের মতামত জানতে চাওয়া হয়। সোমবার কমিশনের তরফে রিপোর্ট পেশ করে জানানো হয়, মনোনয়নের সময়সীমা ১৬ তারিখ পর্যন্ত বাড়ানো যেতে পারে। রাজ্য পুলিশ দিয়েই শান্তিপূর্ণ ভোট হতে পারে। 

[আরও পড়ুন: নিয়ম ভেঙে ডিফেন্স অডিট দপ্তরের গোপন ছবি ‘বন্ধু’কে পাঠিয়ে গ্রেপ্তার মহিলা]

 সোমবার এই সংক্রান্ত শুনানি শুনতে সশরীরে আদালতে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এজলাসে রিপোর্ট পেশ করে রাজ্য নির্বাচন কমিশন। তাতে জানানো হয়, মনোনয়নে দিন একদিন বাড়ানো যেতে পারে। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন পর্ব চলুক। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ, একদিন বাড়িয়ে বিশেষ লাভ নেই। বরং ৭ দিন বাড়ানো হোক। ভোট পিছিয়ে দেওয়া হোক ১৪ জুলাই পর্যন্ত। পাশাপাশি, সব জায়গায় মনোনয়ন পত্র ঠিকমতো পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন বিচারপতিরা। এছাড়া কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট করানোর প্রস্তাব রয়েছে হাই কোর্টের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতেই।

[আরও পড়ুন: দু’একদিনের মধ্যেই বঙ্গে বর্ষার প্রবেশ! সুখবর শোনাল আবহাওয়া দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement