shono
Advertisement

এখনই টাকা না দিলে সময়ে কাজ শেষ হবে না, আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্রকে জবাবি চিঠি নবান্নর

দ্রুত আবাস যোজনার টাকা পাঠানোর আরজি জানিয়েছে রাজ্য সরকার। 
Posted: 06:58 PM Jan 16, 2023Updated: 07:07 PM Jan 16, 2023

গৌতম ব্রহ্ম: রাজ্যের কাছে বরাদ্দ অর্থের হিসেব চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্র। পালটা চিঠিতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল নবান্ন। সাফ জানানো হল, এখনই প্রয়োজনীয় অর্থ না দেওয়া হলে, ৩১ মার্চের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) কাজ শেষ করা যাবে না। তাতে সমস্যায় পড়বে আমজনতা।

Advertisement

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্যকে ৪৯৩ পাতার একটি চিঠি দেওয়া হয়। যার মূল কথা, হিসেব না দিসে আবাস যোজনার বকেয়া টাকা পাঠাবে না কেন্দ্র। পাঠানো হয়েছিল বেশকিছু প্রশ্ন। একইসঙ্গে আবাস যোজনায় গরমিল নিয়ে তদন্ত করতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার মোদি সরকারের পাঠানো চিঠির জবাব দিল রাজ্য।

[আরও পড়ুন: ‘বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সরকারকে যুক্ত করুন’, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর]

তাতে সাফ বলা হয়েছে, কেন্দ্রের এই সমস্ত প্রশ্নের জবাব আগেই দিয়েছে রাজ্য। নতুন করে আবার তা পাঠানো হল। একইসঙ্গে দ্রুত বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছে রাজ্য় সরকার। বলা হয়েছে, রাজ্যের তুমুল আর্থিক সংকট সত্ত্বেও আবাস যোজনার ৪০ শতাংশ অর্থাৎ নিজের ভাগের টাকা তৈরি রেখেছে। কিন্তু কেন্দ্র টাকা না পাঠালে সেই অর্থও দিতে পারছে না রাজ্য় সরকার।

একইসঙ্গে রাজ্যে স্পষ্ট করে দিয়েছে, এখনই কেন্দ্র টাকা না পাঠালে ৩১ মার্চের মধ্যে সাড়ে ১১ লক্ষ বাড়ির কাজ শেষ করা সম্ভব হবে না। জানা গিয়েছে, আবাস যোজনার জন্য ৬০ শতাংশ কেন্দ্র ও রাজ্য সরকার দেবে ৪০ শতাংশ টাকা। নবান্নর দাবি, তাদের ভাগের ৪ হাজার ৮০০ কোটি টাকা তৈরি রেখেছে রাজ্য। কিন্তু কেন্দ্র তাদের ভাগের ১৩ হাজার কোটি টাকা পাঠায়নি। ফলে থমকে গিয়েছে আবাস যোজনার কাজ। তাই দ্রুত আবাস যোজনার টাকা পাঠানোর আরজি জানিয়েছে রাজ্য সরকার। 

[আরও পড়ুন: গ্রামে-গ্রামে যাক জুনিয়র চিকিৎসক, ডাক্তারি পড়ুয়ারা, এসএসকেএমে প্রস্তাব মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement