নিরুফা খাতুন: নিম্নচাপের ভ্রুকুটি ছিলই। আশঙ্কা ছিল, একুশে ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। তবে সেই আশঙ্কা উড়িয়ে রবিবার সকাল থেকেই মেঘমুক্ত আকাশ। রোদও দেখা দিয়েছে। বেলা বাড়লে কি আবহাওয়া বদলাবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
হাওয়া অফিস বলেছে, শক্তি হারাচ্ছে নিম্নচাপ। আজ রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সোমবার থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ওড়িশা উপকূলে স্থলভাগে রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে সব জেলায় বৃষ্টিপাত হবে। কলকাতাও ভিজবে। আজ ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। ধর্মতলায় বিশাল সমাবেশ রয়েছে। বৃষ্টির ভ্রুকুটি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ হাজির থাকতে চলেছে এই সমাবেশে।
[আরও পড়ুন: মঞ্চে অখিলেশ-অভিষেক, আমন্ত্রিত মরিচঝাঁপি-সাঁইবাড়ির শহিদ পরিবারও, একুশের মঞ্চ থেকে কী বার্তা মমতার?]
শ্রাবণ পড়ে গিয়েছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও ভারী বর্ষণ হয়নি। এদিন নিম্নচাপে জেরে কিছুটা বৃষ্টিপাত বেড়েছে। আজ থেকে বৃষ্টি কমবে। আজ, কলকাতা মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সোমবার সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে।