নিরুফা খাতুন: এবার বসন্তের হাওয়া বাংলায়। সোমবার থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিন দু-চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ। বুধ-বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ। উত্তরবঙ্গে অবশ্য দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কয়েকদিন।
[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]
সোমবার থেকে উত্তরবঙ্গেও ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এদিকে, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে।