সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্যের প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট এনট্রান্স) হবে। ২০২০ সালে জয়েন্ট হওয়ার কথা ছিল ১৯ এপ্রিল। মঙ্গলবার উচ্চশিক্ষা সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি। ভিন রাজ্যে চলে যাওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটি অংশকে আটকাতে প্রায় আড়াই মাস আগে পরীক্ষা নিতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর। আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১২ মার্চ। প্রথা ভেঙে এই প্রথম উচ্চমাধ্যমিকের চল্লিশদিন আগে জয়েন্ট হতে চলেছে।
[ আরও পড়ুন: ভিড় সামাল দিতে বন্ধ হবে স্মার্ট গেট, পুজোয় নতুন সিদ্ধান্ত মেট্রোর ]
প্রতিবছরই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে আসন ফাঁকা থাকছে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগে ভরতি প্রক্রিয়া শেষ করলে সমস্যা অনেকটা মিটবে বলে মনে করছে রাজ্য সরকার। রাজ্যের ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন’-এর (আপাই) তরফে আগেই এমন প্রস্তাব এসেছিল। গত আগস্ট মাসে বেসরকারি কলেজগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজগুলির তরফে শিক্ষামন্ত্রীকে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই ইঞ্জিনিয়ারিংয়ে ভরতি প্রস্তাব দেওয়া হয়। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল উচ্চমাধ্যমিকের পর প্রকাশিত হয়। ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির অন্যতম প্রধান শর্ত পড়ুয়াকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয়। বোর্ডের বক্তব্য, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যাওয়া কোনও পড়ুয়া উচ্চমাধ্যমিক পাস না করতে পারলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নয়া পদ্ধতিতে পড়ুয়াদের ভিন রাজ্যে চলে যাওয়া আটকানো যাবে বলে মনে করছে সরকার।
[ আরও পড়ুন: ‘বাংলার উৎসবে শামিল হতে এসেছি’, বি জে ব্লকের পুজো উদ্বোধনে বললেন অমিত শাহ ]
ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মাসি ও আর্কিটেকচারে ভরতির প্রবেশিকা পরীক্ষা নেয় বোর্ড। সর্বভারতীয় স্তরে তো বটেই প্রতিটি রাজ্যেই আলাদা করে এই পরীক্ষা হয়। রাজ্যের জয়েন্টে চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২৫ হাজারের কিছু বেশি। নয়া সিদ্ধান্তে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার।