shono
Advertisement

Breaking News

সবকা বিকাশ! ভারতের আয় বৈষম্য বেড়েছে ছয়গুণ

কাউন্সিল ফর সোশ্যাল ডেভলপমেন্টের একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। The post সবকা বিকাশ! ভারতের আয় বৈষম্য বেড়েছে ছয়গুণ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Jul 01, 2019Updated: 02:09 PM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাউন্সিল ফর সোশ্যাল ডেভলপমেন্টের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে অর্থনৈতিক বৈষম্য ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। ‘সবকা বিকাশ’ বুলি আউড়ে মোদি সরকার ক্ষমতায় এলেও, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। বিগত পাঁচ বছরে এই বৈষম্য আরও বেড়েছে।

Advertisement

[আরও পড়ুন: শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না ইমামবাড়ায়, নিদান লখনউয়ের জেলাশাসকের]

গত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সভায় কাউন্সিল ফর সোশ্যাল ডেভলপমেন্ট (সিএসডি)-র এই রিপোর্টটি উল্লেখ করে বলেছিলেন, দারিদ্র‌ দূরীকরণ প্রকল্প ও কর্মসূচি সত্ত্বেও গত ১৭ বছরে দেশের সম্পদ বৈষম্য ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ‘‌রাইজিং ইনইকুয়ালিটিস ইন ইন্ডিয়া, ২০১৮’‌ শীর্ষক এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে দেখা গিয়েছে, ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে ছয়গুণ। ২০১৫ সালে ভারতের শীর্ষস্থানীয় ১ শতাংশ ধনী ব্যক্তি দেশের সম্পদের প্রায় এক চতুর্থাংশ ভোগ করতেন। যা ১৯৮০ সালের চেয়ে ৬ শতাংশ বেশি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ভারতের মোট ১০ শতাংশ ধনী ব্যক্তি দেশের মোট সম্পদের ৮০.৭ শতাংশ ভোগ করেন, অথচ বাকি ৯০ শতাংশ দেশের মোট সম্পদের মাত্র ১৯.‌৩ শতাংশ ভোগ করেন।

‘অক্সফাম’ নামে একটি এনজিও এই ফলাফলগুলিকে নিশ্চিত করে আরও একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের ১০ শতাংশ ধনী জাতীয় সম্পদের ৭৭.‌৪ শতাংশ এবং শীর্ষস্থানীয় ১ শতাংশ ধনী জাতীয় সম্পদের ৫১.‌৫৩ শতাংশ ভোগ করে। এই ১ শতাংশ ধনীর প্রতিদিনের আয় ২২০০ কোটি টাকা। চাকরি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি ও এনডিএ জোট। কিন্ত সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, বৈষম্য ও দারিদ্র‌ দূরীকরণের ক্ষেত্রে গত ৫ বছরে এনডিএ সরকারের ফলাফল আগের থেকে আরও খারাপ। ‌‌‌

[আরও পড়ুন: উড়তে গিয়ে চপারের ঘূর্ণিপাক, বরাতজোরে বাঁচলেন আলোয়ারের বিজেপি সাংসদ!]

The post সবকা বিকাশ! ভারতের আয় বৈষম্য বেড়েছে ছয়গুণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement