shono
Advertisement

বিভেদ ভুলে শ্রেণিগত উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী তফসিলি বিধায়করা

মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এদিন ছিলেন বিজেপি বিধায়করাও৷ The post বিভেদ ভুলে শ্রেণিগত উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী তফসিলি বিধায়করা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM Jul 02, 2019Updated: 05:36 PM Jul 02, 2019

রাহুল চক্রবর্তী: রাজ্যের তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির উন্নয়নের স্বার্থে এই প্রথম আলাদাভাবে  এই শ্রেণির বিধায়কদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এই আহ্বান এড়াতে পারলেন না বিজেপি বিধায়করাও৷ তাই জেলার প্রশাসনিক বৈঠকগুলিতে বিরোধী বিধায়করা ডাক পান না এই অভিযোগ উঠলেও, এদিন তার জবাব মিলল৷

Advertisement

[আরও পড়ুন: নুসরতের সম্প্রীতি বার্তায় মুগ্ধ ইসকন, মৌলবাদীদের ফতোয়া উড়িয়ে থাকছেন রথযাত্রায়]

মঙ্গলবার বিধানসভার নৌশের আলি কক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সুখবিলাস বর্মা, নেপাল মাহাতো, শংকর মালাকার, মনোজ টিগ্গা, স্বাধীন সরকার, জোয়েল মুর্মু-সহ রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির বিধায়করা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এই দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সংশ্লিষ্ট দপ্তরের সরকারি আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রী প্রথমে বিধায়কদের প্রস্তাবগুলি শুনতে চান৷ তাতে প্রত্যেকেই তফসিলি জাতি ও উপজাতির উন্নয়নের স্বার্থে নিজেদের প্রস্তাব রাখেন৷ উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়৷ সরকারি আধিকারিকদের নির্দেশ দেন, সেসব খাতায় নোট করতে৷

মনোজ টিগ্গা, শংকর মালাকার যৌথভাবে প্রস্তাব রাখেন, চা শ্রমিকদের উন্নয়নে আরেকটু নজর দিতে৷ তাঁদের জমির অধিকার, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের ভবিষ্যতের জন্য অন্তত ৫ বিঘা জমিপ্রদান-সহ একাধিক সুবিধা দেওয়ার কথা বলেন বিধায়করা৷ এছাড়া বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে তপশিলি জাতি ও উপজাতির মানুষজনকে সার্টিফিকেট পেতে বেশ হয়রান হতে হচ্ছে৷ তাই সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়াটি সরলীকরণ করা দরকার বলে মুখ্যমন্ত্রীর কাছে উল্লেখ করেছেন শাসকদলের বিধায়করাই৷ এই কথা শুনেই মুখ্যমন্ত্র স্পষ্ট জানিয়ে দেন, জন্মসূত্রে তফসিলি জাতি ও উপজাতি ব্যক্তিদের আবেদনের ৪ সপ্তাহের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দিতে হবে৷ এর অন্যথা হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

এছাড়া আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়৷ পেনশনভাতা বৃদ্ধির দাবিও ওঠে এই বৈঠকে৷ অনেক সময় অভিযোগ শোনা গিয়েছে, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য নির্দিষ্ট তহবিল অন্য খাতে খরচ হয়ে যায়৷ তা যাতে রোধ করা যায়, সেবিষয়ে মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিধায়করা৷

[আরও পড়ুন: হেলমেটবিহীন বাইক আরোহীকে আটকানোর জের, কলকাতায় আক্রান্ত পুলিশকর্মী]

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পিছিয়ে পড়া মানুষজনের সমস্যা পৃথক৷ তাই বিধায়কদের আরজি, এলাকার ভিত্তিতে সমস্যাগুলি আলাদাভাবে চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হোক সরকার৷ সূত্রের খবর, এই প্রসঙ্গে আলোচনার সময়ে মনোজ টিগ্গা এবং সুখবিলাস বর্মার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে৷ তবে পরে সবটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী তা মন দিয়ে শুনেছেন৷ তফসিলি জাতি ও উপজাতি দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার যে ভালভাবে এসব কাজ করছে, তার প্রমাণ এদিনই কেন্দ্রের তরফে স্বীকৃতি মিলেছে৷তবে লোকসভা ভোটের পর রাজ্যের মূল বিরোধী দল বিজেপি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে সুফল মিলবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের৷

The post বিভেদ ভুলে শ্রেণিগত উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী তফসিলি বিধায়করা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement