shono
Advertisement

পুজোয় আরও ছাড়, এবার গভীর রাত পর্যন্ত খোলা থাকবে বার-রেস্তরাঁ

নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।
Posted: 10:23 PM Oct 09, 2021Updated: 10:27 PM Oct 09, 2021

মলয় কুণ্ডু: দুর্গাপুজো (Durga Puja 2021) চলাকালীন রাজ্যের কোভিডবিধি আরও শিথিল করল নবান্ন। শনিবার রাতে নবান্নের তরফে জারি করা নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১১টার পরও রেস্তরাঁ-সহ সমস্ত দোকান খোলা রাখা যাবে। বেশি রাত পর্যন্ত খোলা থাকবে বার-ও। তবে এই নির্দেশিকা কার্যকর হবে শুধুমাত্র ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। প্রসঙ্গত, এই সময়কাল রাজ্যের রাত্রিকালীন কারফিউ-ও তুলে দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আগেই শিথিল করা হয়েছে কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা। উৎসবের দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত উৎসবের সময় যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের চালু হবে নাইট কারফিউ। এরপর বার, রেস্তরাঁও রাতভর খোলা রাখার উপর ছাড় দিল রাজ্য সরকার।

[আরও পড়ুন: কলেজিয়ামের সুপারিশে ছাড়পত্র, নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট]

করোনা (Coronavirus) পরিস্থিতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। মে মাস থেকে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ। প্রথম দিকে গণপরিবহণ, জিম, রেস্তরাঁ, পার্ক, সিনেমা হল সমস্ত কিছু বন্ধ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। গত বৃহস্পতিবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বাড়ানো হয় বিধিনিষেধের সময়সীমা। আরও একমাস অর্থাৎ ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে নিষেধাজ্ঞা। ১ থেকে ৯ অক্টোবর ও ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাত ১১ থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ।

[আরও পড়ুন: কলকাতায় ফের ভাঙল বিপজ্জনক বাড়ি, মৃত্যু অন্তত দু’জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement