স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) বিনামূল্যে চিকিৎসা মেলে বেসরকারি হাসপাতালে। রোগীর হয়ে সেই টাকা মেটায় রাজ্য সরকার। সূত্রের খবর, সেখানেই ধরা পরেছে বিস্তর গন্ডোগোল। দেখা গিয়েছে, রোগীকে হাসপাতাল যে ওষুধ দিয়েছে তা তারা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে MRP’র চেয়ে কম দামে কিনেছে। কিন্তু স্বাস্থ্যদপ্তরের কাছে এমআরপি-র সমান টাকা চাইছে। এমনই অভিযোগ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে। আর তাই রাজ্যের স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department) বেসরকারি হাসপাতালগুলির জন্য জারি করেছে নয়া অ্যাডভাইসরি।
ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ওষুধ (Medicine) কেনার রশিদ রাজ্যের স্বাস্থ্যদপ্তরে জমা দিতে হবে। নয়তো স্বাস্থ্যসাথীতে খরচ যতই হোক, বেসরকারি হাসপাতালকে ৬০ শতাংশের বেশি টাকা দেবে না রাজ্যের স্বাস্থ্যদপ্তর। দামি ওষুধ অথবা রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার খরচের প্রমাণ দিতে হাসপাতালকে দেখাতে হবে পারচেজ ইনভয়েস। সূত্রের খবর, দামি দামি নানা ওষুধ প্রস্তুতকারক সংস্থার থেকে অনেক ছাড়ে ওষুধ পায় বেসরকারি হাসপাতাল। কিন্তু তারা MRP অনুযায়ী দাম চায় সরকারের কাছ থেকে। এবার থেকে কত দামে তারা ওই ওষুধ কিনেছে তার বিল জমা দিতে হবে স্বাস্থ্যদপ্তরের কাছে।
[আরও পড়ুন: গাড়ির মধ্যেই উদ্দাম যৌনতা! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর]
শুধু তাই নয় এবার থেকে রোগীকে দামি অ্যান্টিবায়োটিক দেওয়া হলে যথোপযুক্ত কারণও দর্শাতে হবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে। সাধারণভাবে দেখা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলি ওষুধের বিলে হিসাবে গরমিল করে। তা রুখতেই সরকারের এই পদক্ষেপ।