সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর তিন বছর পূর্ণ হতে চলল৷ বিজেপির অন্দরমহলে এখন উৎসবের মেজাজ৷ ১৫ দিন ধরে পালিত হবে আনন্দোৎসব৷ কিন্তু সত্যিই কি এটি আনন্দ করার সময়? এই প্রশ্নই তুললেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷
[তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র]
মঙ্গলবার টুইটারে শাসক দল ও প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় সরব হয়েছেন রাহুল৷ একটি ‘স্ক্রিনশট’ আপলোড করেছেন তিনি৷ যাতে বিজেপি সরকারের এই সেলিব্রেশনকে ‘মোদি-ফেস্ট’ বলে উল্লেখ করা হয়েছে৷ পাশাপাশি তিনি লিখেছেন, কথা না রাখার, কোনও কাজ না করার এবং বিশ্বাসভঙ্গের এই তিন বছর৷ যুব সম্প্রদায় চাকরি পাচ্ছেন না, কৃষকরা আত্মহত্যা করছেন আর সীমান্তে সেনাদের মৃত্যু হচ্ছে৷ ঠিক কিসের জন্য সরকার এই উৎসব পালন করছে?
শোনা গিয়েছে, মে মাসের ২৬ তারিখ থেকে জুনের ১৫ তারিখ পর্যন্ত ১৫ দিন ব্যাপী এই তিন বছর পূর্তির উৎসব পালন করবে শাসক দল বিজেপি৷ ২৫ তারিখ ‘নিউ ইন্ডিয়া’ নামের নয়া ক্যাম্পেন লঞ্চ করা হবে৷ ২৬ তারিখ গুয়াহাটিতে এ নিয়ে বক্তব্য রাখবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপর বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, কোটা, কলকাতা, পুণের মধ্যে প্রায় দেশের অন্তত চারটি শহরে সফরে যাবেন প্রধানমন্ত্রী৷ তাঁর মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীও অন্তত চারটি শহরে সফর করবেন৷ প্রায় ৫০০ ছোট-বড় শহরে হবে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ পোগ্রাম৷ প্রায় দুই কোটি সাধারণ মানুষকে চিঠি লিখবেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ আর ১০ কোটি মানুষকে এসএমএসের মাধ্যমে জানানো হবে শুভেচ্ছা৷ তাই সমালোচনায় মাথা না ঘামিয়ে এখন উৎসবের আয়োজনেই মন দিচ্ছে বিজেপি৷
[‘র্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের]
The post কিসের উৎসব? বিজেপির তিন বছর সেলিব্রেশন নিয়ে প্রশ্ন রাহুলের appeared first on Sangbad Pratidin.