shono
Advertisement

WhatsApp-এ এবার মেসেজ পাঠানোর ৫ মিনিট পরই মুছে ফেলা যাবে

আসছে নতুন আপডেট। The post WhatsApp-এ এবার মেসেজ পাঠানোর ৫ মিনিট পরই মুছে ফেলা যাবে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Apr 13, 2017Updated: 11:39 AM Apr 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে মেসেজ পাঠানোর ৫ মিনিট পরই তা মুছে ফেলা যাবে। এমনই বন্দোবস্ত আনছে বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের বেটা আপডেটের মাধ্যমে ৫ মিনিট পরই পাঠানো মেসেজ তুলে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব 0.2.4077 ভারসনে এমনই রিভোক ফিচার পাওয়া যাবে। বলে রাখা ভাল, সেটিংসে গিয়ে এই ফিচারের সুবিধা পেতে হবে।

Advertisement

আরও একটি আপডেটে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কোনও মেসেজ এডিট করার সময় একটি পপ আপ মেনু ভেসে উঠবে আপনার মোবাইল স্ক্রিনে। এই ফিচারের সাহায্যে আরও দ্রুত এবং সহজে মেসেজ এডিট করতে পারবেন ইউজাররা।

এই বেটা ভারসন ইউজাররা মেসেজ ফরম্যাটিংয়ের সবরকম শর্টকাট স্ক্রিনে দেখতে পারবেন। একইসঙ্গে অ্যান্ড্রয়েড ৭+ ইউজাররা মেসেজ টাইপ করার সময় গুগলের নিজস্ব ট্রান্সলেটরের সাহায্য নিতে পারবেন। তবে এই সব ফিচারগুলি হোয়াটসঅ্যাপের বেটা ভারসনে পাওয়া যাবে। তাই কবে এই আপডেট আসবে অ্যাপে তা এখনই বলা যাচ্ছে না।

The post WhatsApp-এ এবার মেসেজ পাঠানোর ৫ মিনিট পরই মুছে ফেলা যাবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার