shono
Advertisement

এবার হোয়াটসঅ্যাপ নম্বর ফাঁস হবে ফেসবুকে!

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুই সংস্থারই দাবি, নতুন এই পরিবর্তনের ফলে কোনও গ্রাহকের তথ্যই ফাঁস হবে না৷ The post এবার হোয়াটসঅ্যাপ নম্বর ফাঁস হবে ফেসবুকে! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Aug 26, 2016Updated: 04:30 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ফেসবুক৷ শিগগিরই এমন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে৷

Advertisement

২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় মার্ক জুকারবার্গের কোম্পানি৷ তারপর এই প্রথমবার সংস্থার পলিসিতে বড়সড় বদল আনতে চলেছে ফেসবুক৷ নতুন পলিসিতে ফেসবুক ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপের নম্বরের তথ্য ব্যবহার করতে পারবে৷ তবে, ব্যবহারকারীদের অন্যান্য তথ্য শেয়ারের ক্ষেত্রে এই পলিসি গ্রাহ্য হবে না বলেই জানা গিয়েছে৷

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুই সংস্থারই দাবি, নতুন এই পরিবর্তনের ফলে কোনও গ্রাহকের তথ্যই ফাঁস হবে না৷ শুধু নম্বরটি ফেসবুক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে৷ তবে হোয়াটসঅ্যাপ আগের মতোই ‘অ্যাড ফ্রি’ থাকবে বলেই জানা গিয়েছে৷

এর ফলে মেসেজিং অ্যাপ ও সোশাল সাইট এই দুটির ক্ষেত্রেই পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যাও অনেক কমবে বলেও হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন৷  প্রসঙ্গত বর্তমানে সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ যাঁদের অধিকাংশই ভারতীয় নাগরিক৷

The post এবার হোয়াটসঅ্যাপ নম্বর ফাঁস হবে ফেসবুকে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement