সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া মানেই গোটা দুনিয়া হাতের মুঠোয়। নিজের ঘরে বসে এক মুহূর্তে পৌঁছে যাওয়া যায় বিশ্বের যে কোনও প্রান্তে। তবে এই ইন্টারনেটের হাত ধরেই ছড়িয়ে পড়ে অনেক ভুয়ো ছবি-তথ্য। এই সমস্যা সমাধানে এবার পদক্ষেপ করল WhatsApp। পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নয়া ফিচার, যার মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসল নাকি ভুয়ো! শীঘ্রই সকলের জন্য চালু হবে এই ফিচার।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, এবার 'Search On web' ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। কীভাবে কাজ করবে এটি? ধরুন আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে। সেই চ্যাটটি ওপেন করে ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন 'Search On web'। সেখানেই আপনি সরাসরি যে কোনও ছবি খুঁজতে পারবেন। এর মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসন নাকি তৈরি করা। তবে এই ছবি সেভ হবে না। সার্চ করা হবে গুগলে। এই বিষয়টা হাতে নেই হোয়াটসঅ্যাপের। তবে আপাতত শুধু বেটা টেস্টাররা এই ফিচারের সুবিধা পাবেন। সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকা আবশ্যক।
উল্লেখ্য, সম্প্রতি চ্যাটকে আর সহজ করে তোলার এক ফিচার এনেছে এই মেসেঞ্জিং অ্যাপ। যার নাম ‘লিস্টস’। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারছেনন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকী ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যাঁরা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাঁদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।