সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের স্বার্থে বারবার নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এবার লক করে রাখা চ্যাট সহজে খুঁজে পেতে সিক্রেট কোড ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে সংস্থা। ব্যাপারটা ঠিক কী?
বর্তমানে আট থেকে আশি সকলেই স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ায় সরগড়। দিনের একটা বড় সময় কাটে সোশ্যাল মিডিয়ায়। অফিস-কাছারি থেকে শুরু করে অনেক ব্যক্তিগত কাজেও ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। যার জন্য আগেই চ্যাট লক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার কাজ চলছে সিক্রেট ফিচার নিয়ে। বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য পরীক্ষামূলকভাবে আনা হয়েছে এই ফিচার।
[আরও পড়ুন: শপিং এখন আরও আকর্ষণীয়! মেগা সেলের আগে বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান আনল Amazon]
সিক্রেট কোড ফিচারের মাধ্যমে সার্চ বাটন থেকে সহজেই খুঁজে পাওয়া যাবে লক চ্যাটগুলো। নির্দিষ্ট কোড ব্যবহার করলেই মুহূর্তে পেয়ে যাবেন লকড চ্যাটটি। প্রসঙ্গত, এই ফিচার নিয়ে এখনও পরীক্ষা চলছে। কয়েকমাসের মধ্যেই সিক্রেট কোড অপশনটি চালু হয়ে যাবে বলেই সংস্থা সূত্রে খবর।