shono
Advertisement

Breaking News

যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু সহ্যের বাঁধ কতদিন টিকবে?

আর আখেরে লাভটা কার হবে? The post যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু সহ্যের বাঁধ কতদিন টিকবে? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Sep 24, 2016Updated: 05:11 PM Sep 24, 2016

সুপর্ণা মজুমদার: যুদ্ধ নয়, শান্তি চাই৷ কিন্তু সহ্যেরও তো ক্ষমতা থাকা চাই৷ ভোররাতের ঘুঁটঘুঁটে কালো অন্ধকারে সাপের মতো নিঃশব্দে ঘুমন্ত কিছু সৈন্যের উপর হামলা করা কোন রাজতন্ত্রের প্রতিষ্ঠা রক্ষা করে? প্রশ্নের উত্তর শুধুমাত্র গুটিকয়েক স্বনামধন্য ব্যক্তিই দিতে পারবে৷ বিপ্লবের নামে সন্ত্রাস যাদের সনাতন প্রথা৷ বিক্ষোভের নামে ভূস্বর্গকে যারা কারফিউর নরকে পরিণত করতে পারে৷

Advertisement

কতই বা বয়স ছিল ছেলেগুলোর৷ ২৫, ৩০ কিংবা তার একটু বেশি? এসেছিল পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, উৎকল ও বঙ্গ থেকে৷ তরুণ মনের স্বপ্নগুলো মনের কোণেই লুকিয়ে রেখে পড়েছিল ভিনরাজ্যে৷ কেন?  ১২৫ কোটির সীমান্ত রক্ষা করার জন্য৷

যোদ্ধা যুদ্ধ সামনে থেকে করে৷ কিন্তু ওরা অনুপ্রবেশ করতে জানে, ওরা জলপথে এসে নিরীহ মানুষ মারতে পারে, বন্দি করে রাখতে পারে, হাত-পা বাঁধা সাংবাদিকের মাথা কাটতে পারে৷ কিন্তু বুক চিতিয়ে লড়াই করতে পারে না৷ যদি তা পারত, তাহলে আজ হাওড়া ও সাগরের ২৫ বছরের ছেলে দুটো বেঁচে থাকতেন৷ বেঁচে থাকত উরির বাকি সৈন্যরাও৷ কেউ হয়তো ছেলের পরীক্ষার আগে ফিরে আসতে পারতেন, কেউ হয়তো বাড়ি এসে বিয়েটা সেরে ফেলতে পারতেন৷

এটা যদি ওঁরা বুঝতেন৷ তাহলে যুগ যুগ ধরে ভারতবর্ষকে সন্ত্রাসের বোঝা মাথায় নিয়ে চলতে হত না৷ উপত্যকাটা ভূস্বর্গ হয়ে একান্ত আপন হয়ে থাকতে পারত৷ নিরীহ মানুষগুলো শিকারা বেয়ে আবার ডাল লেকের সৌন্দর্য দেখিয়ে গর্বিত হতে পারতেন৷

অবশ্য পারারও একটি সীমারেখা রয়েছে৷ যা লঙ্ঘন করলে সহ্যের বাঁধ ভাঙবেই৷ প্রতিশোধের জোয়ারে ভেসে যাবে সন্ত্রাসতন্ত্রের ‘পাক’ ভূমি৷ কিন্তু আখেরে লাভটা কার হবে?  না এই পারের, না ওই পারের৷

যুদ্ধ হতেই পারে৷ ভারতও তৈরি পৃথ্বি, রাফালের সম্ভার নিয়ে৷ পাকিস্তানের ভরসা চিনের দাক্ষিণ্য৷ পরমাণুর ক্ষমতার ঢাক দুই দেশই কিছুটা রাখ, কিছু থাক করে পিটিয়ে রেখেছে৷ রক্ত ঝরবে৷ কিন্তু, রক্তের লাল রঙের সৌজন্যে কি কোনও দিন শান্তি ফিরেছে? তার রঙ যে সাদা৷ তাই সাদামাটা জীবন একটা কথাই জানে৷ সবচেয়ে বড় বিপ্লব জীবন বাঁচিয়েই সাধন করা যেতে পারে, জীবন নিয়ে নয়৷

জীবনের মূল্য সেই জনই জানে, যেই জন ভালবাসতে জানে, ভালবাসতে শেখাতে জানে৷ জ্ঞান শিক্ষার মাধ্যমে আসে৷ যুদ্ধের মাধ্যমে আসেওনি, আসবেও না৷

The post যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু সহ্যের বাঁধ কতদিন টিকবে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement