সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটের (Rajya Sabha Election) আগে বেজায় অস্বস্তিতে সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবাল সকালে পদত্যাগ করেছেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভায় সমাজবাদী পার্টির মুখ্যসচেতক তথা উনছাহার বিধায়ক মনোজ পান্ডে। অন্যদিকে গতকাল অখিলেশের ডাকা নৈশভোজে আসেননি ৮ বিধায়ক। দুয়ে মিলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মঙ্গলবারই উত্তরপ্রদেশের দশটি রাজ্যসভা আসনে ভোট হচ্ছে। তার আগে এদিন ভোরে উস্তফা দেন সমাজবাদী পার্টির মুখ্যসচেতক মনোজ পান্ডে। এমনিতে বিধায়ক সংখ্যার বিচারে সাতটি আসনে বিজেপির জয় নিশ্চিত। পাশাপাশি তিনটি আসনে জয়ী হওয়ার কথা এসপি প্রার্থীদের। যদিও মনোজ কাণ্ডে এবং নৈশভোজে ৮ বিধায়কের অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছে অখিলেশের। এই অবস্থায় ক্রস ভোটিংয়ের জল্পনার আরও এক রাজ্যসভা প্রার্থী অর্থাৎ অষ্টম প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি। মঙ্গলবার সকালে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় সমাজবাদী পার্টি প্রধানের গলাতেও। তিনি বলেন, “আমরা আশা করছি তিনটি আসনেই জয় পাব। ভোটে জিততে বিজেপি সব কিছু করতে পারে। আমাদের কিছু নেতা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যেতে পারেন।”
[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে বাইপাস লাগোয়া কাদাপাড়ার জুটমিল, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা]
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে সমস্ত রাজ্যেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শক্ত হচ্ছে বিজেপির হাত। রাজ্যসভা ভোটের হাল দেখে চিন্তায় অখিলেশ। ইন্ডিয়া জোটের আসন ভাগভাগির পর আগামী এপ্রিলের নির্বাচনে ৬৩ আসনে দাঁড়ানোর কথা সমাজবাদী পার্টির প্রার্থীদের। যদিও তার আগে দলবদলের অশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার সকাল থেকে উত্তরপ্রদেশ বিধানসভায় শুরু হয়েছে রাজ্যসভার ভোট। ভোট দিতে বিধানসভায় আসেন অখিলেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক প্রমুখ।