shono
Advertisement

জানেন, কার পরামর্শে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি?

অন্তত একজনের নাম উঠে আসছে এ প্রসঙ্গে৷ তিনি অর্থনৈতিক উপদেষ্টা অনিল বোকিল৷ The post জানেন, কার পরামর্শে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:33 PM Nov 09, 2016Updated: 05:03 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তে উত্তাল গোটা দেশ৷ কালো টাকা রুখতে প্রধানমন্ত্রীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কি স্রেফ তাঁর একারই সিদ্ধান্ত? নাকি নেপথ্যে থেকে গিয়েছেন অন্য কেউ! অন্তত একজনের নাম উঠে আসছে এ প্রসঙ্গে৷ তিনি অর্থনৈতিক উপদেষ্টা অনিল বোকিল৷ জানা যাচ্ছে, মোদিকে নোট বাতিলের প্রস্তাব মাসকয়েক আগে দিয়েছিলেন তিনিই৷

Advertisement

অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সামনে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন তিনি৷ কালো টাকার বাড়বাড়ন্ত কীভাবে রোখা যায়, দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ছিল তাঁর প্রেজেন্টেশনের বিষয়৷ মোটে ৯ মিনিট বরাদ্দ ছিল তাঁর৷ আর তার মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন তিনি৷ তার মধ্যে অন্যতম ছিল ৫০০, ১০০০ টাকা নোট বাতিল করার পরামর্শ৷ তিনি অবশ্য একশো টাকা নোট বাতিল করারও পক্ষপাতী ছিলেন৷

কেন এ পরামর্শ দিয়েছিলেন তিনি? তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে দৈনিক গড়ে প্রায় ২.১৭ লক্ষ কোটি টাকার লেনদেন হয়৷ কিন্তু এর ২০ শতাংশ মাত্র হয় ব্যাঙ্ক মারফত৷ বাকি পুরোটাই ব্যাঙ্কিং পরিষেবার বাইরে৷ অর্থাৎ বিপুল পরিমাণ কালো টাকার লেনদেন হওয়ার ছবিটি স্পষ্ট৷ তাই নোট বাতিল করলেই সে লেনদেন বন্ধ হবে বলে পরামর্শ ছিল তাঁর৷

কিন্তু নোট বাতিল হলে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তা কি মাথায় রাখেননি তিনি? নিশ্চয়ই রেখেছিলেন৷ সেক্ষেত্রে তাঁর যুক্তি ছিল, দেশের ৭৮ শতাংশ মানুষ দৈনিক ২০ টাকা খরচ করে৷ সেক্ষেত্রে ৫০০ বা ১০০০ টাকার নোট বাতিল করলে সমস্যা হাওয়ার কথা নয় বলেই অভিমত ছিল তাঁর৷

মাসকয়েক আগে অর্থনৈতিক সংস্কার নিয়ে যখন বিভিন্নজনের পরমার্শ শুনছিলেন মোদি, তখন এই কথায় বলেছিলেন অনিল৷ যখন অনুরূপ সিদ্ধান্তই নিলেন প্রধানমন্ত্রী, তখন মনে করা হচ্ছে, এ সিদ্ধান্ত অনিলেরই মস্তিষ্কপ্রসূত৷

The post জানেন, কার পরামর্শে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement