সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের অব্যবহিত পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। সেই সিরিজে কি ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)? তা নিয়ে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আর সেই চোটধাক্কা বিশ্বকাপ থেকে ছিটকে দেয় হার্দিককে।
ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর। এই স্বল্প সময়ের মধ্যে লিগামেন্টের চোট সারিয়ে হার্দিকের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। ফলে পরিস্থিতি যা তাতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হার্দিককে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে।আর সেক্ষেত্রে অবশ্যাম্ভাবী রূপে যে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে তা হল, হার্দিকের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে?
[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প]
সেই আলোচনায় যে দু’টো নাম চর্চার কেন্দ্রে, তাঁরা হলেন– সূর্যকুমার যাদব এবং এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরিস্থিতি যা, বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ ১৫ নভেম্বরের পর পুরো ছবিটাই পরিষ্কার হতে পারে। সূত্রের খবর, হার্দিক নিয়ে তাড়াহুড়ো চাইছে না বিসিসিআইও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নয়, হার্দিককে বোর্ড দলে চাইছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হতে চলেছে ১০ ডিসেম্বর, ডারবানে। অর্থাৎ বিদেশ সফরের কথা মাথায় রেখে পুরো ফিট হয়ে মাঠে ফিরুক হার্দিক, চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
তবে বিশ্বকাপ পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে টস করতে নামবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সূর্যের নাম বিবেচনা করা হলেও মুম্বইয়ের এই ডান হাতি ব্যাটার বিশ্বকাপে খেলছেন। বিশ্বকাপের পর রোহিত, কোহলিদের মতো তাঁকেও বিশ্রামে পাঠানো হতে পারে। তবে সূর্য যদি বিশ্রাম নিতে না চান, তাঁকেই হয়তো নেতৃত্বে দেখা যেতে পারে। তা না হলে নেতা হতে পারেন রুতুরাজ।
সূত্রের খবর, আয়ারল্যান্ড ও এশিয়ান গেমসে যে দল পাঠানো হয়েছিল সেখান থেকেই অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল বাছাই করা হতে পারে। দলে দেখা যেতে পারে অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমারদের। থাকতে পারেন ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন ঘটার সম্ভাবনা প্রবল যুজবেন্দ্র চাহালের। পাশাপাশি ভাগ্যে শিকে ছিঁড়তে পারে ভুবনেশ্বর কুমার, অভিষেক শর্মা ও রিয়ান পরাগের।