সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড (England Cricket) ভারতে পা রেখেছিল বাজবল ক্রিকেটের দামামা বাজিয়ে। কিন্তু সিরিজ শেষে দেখা গেল বাজবল ক্রিকেট ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের মাটিতে।
ইংল্যান্ডকে দুরমুশ করার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) তরুণ ক্রিকেটারদের উত্থান, দলের বোলিং গভীরতা নিয়ে উচ্ছ্বসিত। সেই সঙ্গে তিনি সামনের দিকে তাকাতে বলছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারাদের হাত থেকে কাদের হাতে উঠবে ব্যাটন, সেই দিকেও নজর রাখতে বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
[আরও পড়ুন: রান আউটে ধোনিকে মনে করালেন লিটন দাস, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও]
শুরুতেই নজর কেড়েছেন দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশ দীপরা। কিন্তু শুরু দেখেই শেষ বিচার করতে চান না মঞ্জরেকর। এই তরুণ ক্রিকেটাররা বিদেশের মাটিতে কেমন পারফর্ম করেন, সেটাই দেখতে চান। মঞ্জরেকরকে বলতে শোনা গিয়েছে, ”অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং অন্যান্য দেশে ওরা আগে পারফর্ম করুক। তার পরে বোঝা যাবে কারা ভারতীয় ব্যাটিংকে নির্ভরতা দেবে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার হাত থেকে ব্যাটন কাদের হাতে যাবে সেটাও দেখার বিষয়।”
পাঁচ টেস্টের সিরিজের ফলাফল হয়েছে ৪-১। অভিষেককারী ব্যাটারদের পাশাপাশি বোলারদের ভূমিকায় সন্তুষ্ট মঞ্জরেকর। তিনি বলেছেন, ”গত টেস্টে বুমরাহ, আকাশ দীপ, এখানে সিরাজ, তাছাড়া তিন স্পিনার দাপট দেখিয়েছে। কুলদীপ যাদব অনেকটাই এগিয়ে গিয়েছে। যে দল ধারবাহিক ফর্ম নিয়ে লড়াই করছে, তাদের কাছে এই ক্রিকেটারদের পারফরম্যান্স কিন্তু সন্তোষজনকই বলতে হবে।”
ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। ভবিষ্যৎও উজ্জ্বল বলে মনে হয়। সেই দিকেই ইঙ্গিত করছেন মঞ্জরেকর। তবে কোহলি-রোহিতরা সরে যাওয়ার পরে লম্বা রেসের ঘোড়া কারা, সেই প্রসঙ্গে অপেক্ষা করতে বলচেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।