shono
Advertisement

Breaking News

রাষ্ট্রপতি থাকতে প্রধানমন্ত্রী জিএসটি চালু করবেন কেন, প্রশ্ন কংগ্রেসের

দেশের সাংবিধানিক প্রধান থাকতে প্রধানমন্ত্রী কেন, প্রশ্ন নানামহলে। The post রাষ্ট্রপতি থাকতে প্রধানমন্ত্রী জিএসটি চালু করবেন কেন, প্রশ্ন কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Jun 29, 2017Updated: 11:47 AM Jun 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের প্রথম নাগরিক। সাংবিধানিক প্রধান। দেশের করব্যবস্থায় আমূল সংস্কার করে যখন পণ্য পরিষেবা কর চালু হবে তখন তিনি উপস্থিতই থাকবেন। তাহলে তাঁকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রী জিএসটি চালু করবেন? প্রশ্ন তুলল কংগ্রেস।

Advertisement

জুনেই অকাল দীপাবলি! দুর্দান্ত অফারের লাভ ওঠানোর বাকি মাত্র ৩৬ ঘন্টা  ]

নভেম্বরে আচমকাই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮ নভেম্বর রাতে আচমকাই তিনি তা ঘোষণা করেন। পরে রাষ্ট্রপতি এ পদক্ষেপের জন্য তাঁকে অভিনন্দিত করেন। নোট বাতিলের যাবতীয় কৃতিত্ব তাই প্রধানমন্ত্রীর নামেই যায়। সে ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই চালু হতে চলেছে জিএসটি। বলা হচ্ছে স্বাধীনতাত্তোর ভারতবর্ষে কর কাঠামোর এতবড় সংস্কার আগে কখনও হয়নি। ঐতিহাসিক ভাবে মধ্যরাতে অধিবেশন করে তা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশে এমন কিছু তারকাকে আনার ভাবনা, সাধারণ মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা তুঙ্গে। এই মঞ্চেই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অথচ জিএসটি চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? কেন সাংবিধানিক প্রধান থাকতে প্রধানমন্ত্রী এ কাজ করবেন? এ নিয়েই এবার সরব হল কংগ্রেস।

হুমকি দিয়ে জিএসটি অর্ডিন্যান্স পাশ, কেন্দ্রকে তোপ মমতার ]

ইতিমধ্যেই জিএসটি চালু অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কংগ্রেস। থাকছে না তৃণমূলের মতো আঞ্চলিক দলও। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর জিএসটি চালু নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তাঁর দাবি, সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার যে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন তাতে স্পষ্ট লেখা, রাষ্ট্রপতির উপস্থিতিতে জিএসটি চালু করবেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সাংবিধানিক প্রধান উপস্থিত থাকতেও প্রধানমন্ত্রীর এ কাজ করা কখনওই বাঞ্ছনীয় নয়। এবং এই ঘটনা মেনে নেওয়া যায় না।

নোট বাতিলের পর ফের ঐতিহাসিক ভুল কেন্দ্রের, GST নিয়ে সরব মমতা ]

বিরোধীরা অবশ্য বলাবলি শুরু করেছে জিএসটি-র কৃতিত্ব নিজের পকেটে পুরতে বদ্ধপরিকর মোদি। ইতিমধ্যেই আমেরিকায় গিয়ে শীর্ষ কোম্পানির আধিকারিকদের জিএসটি-র কথা শুনিয়ে দিয়ে এসেছেন। পাশাপাশি আসন্ন জি-২০ সম্মেলনে যাতে এর কৃতিত্ব তিনি ভালভাবে গায়ে মাখতে পারেন, সে কারণেই হাতে সময় থাকতেও তড়িঘড়ি চালু করা হচ্ছে এই জিএসটি। পরিকাঠামো ও সচেতনতা না থাকার দরুন এ নিয়ে মানুষ চরম দু্র্ভোগে পড়বে বলেই একযোগে অভিযোগ বিরোধীদের। কৌশলগতভাবেই এ অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে কংগ্রেস এ অনুষ্ঠান বয়কট করছে। ফলে তিনি এ অনুষ্ঠানে থাকবেন কিনা তা নিয়েও এই মুহূর্তে চরম ধোঁয়াশা।

The post রাষ্ট্রপতি থাকতে প্রধানমন্ত্রী জিএসটি চালু করবেন কেন, প্রশ্ন কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement