shono
Advertisement

কীভাবে ঠিক রাখবেন কান? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?

জানুন এই প্রতিবেদনে। The post কীভাবে ঠিক রাখবেন কান? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 PM Apr 11, 2017Updated: 12:44 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানে ময়লা জমেছে! অযথা খোঁচাখুঁচি-র স্বভাব রয়েছে? তাহলে এখনই সেটা বন্ধ করুন৷ কারণ কানের ময়লা পরিষ্কারের বাতিক মারাত্মক৷ আর তাই শ্রবণশক্তি ঠিক রাখতে এই বদ অভ্যাস ছাড়ার পরামর্শ দিলেন সিএমআরআই-এর ইএনটি বিশেষজ্ঞ ডা. সব্যসাচী চক্রবর্তী৷ শুনলেন সোমা মজুমদার।

Advertisement

আজকাল কান নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। বেশিরভাগ মানুষেরই সমস্যা কানে কম শোনা। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি৷ পরিবেশ, লাইফস্টাইল বদলে যাওয়ায় ছোট থেকে বড় সবাই অল্পবিস্তর কানে কম শুনছে৷ বিশেষ করে ৪০ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে কানে কম শোনার প্রবণতা বাড়ছে৷ সমীক্ষা রিপোর্ট তেমনই বলছে৷ আবার কান খুঁচিয়ে ময়লা পরিস্কার করতে গিয়ে নিজের হাতেই শ্রবণেন্দ্রিয়কে ক্ষতিগ্রস্ত করে ফেলছেন অনেকে৷

খোঁচা নয়: বাডস দিয়ে কান পরিষ্কার করার পদ্ধতি একেবারেই ঠিক নয়৷ অনেক সময় আচমকা ধাক্কা লাগলে, নিজের অসতর্কতায় বাডস থেকে কানে ইনফেকশন হয়৷ কানের পর্দাও ফেটে যায়৷ তাহলে কানের ময়লা কীভাবে পরিষ্কার করবেন? ডাক্তারি মতে, মানুষের শরীরে কানের গঠন এমনভাবেই হয়েছে যেখানে তুলোর বাডসের মতো কোনও কিছু দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না৷ কানের ময়লা আপনাআপনি শরীর থেকে তরল অবস্থায় বেরিয়ে যেতে পারে৷ প্রয়োজনে মোটা কাপড় আঙুলে লাগিয়ে আলতো করে কানের ভিতরে পরিষ্কার করতে পারেন৷ কিন্তু মাথার ক্লিপ, সেফটিপিন, দেশলাই কাঠি অথবা বাডস দিয়ে কান খোঁচাবেন না৷ সামান্য অসাবধানতায় কানের ভিতরে রক্ত পড়া, পুঁজ হওয়া, ইনফেকশন কিংবা পর্দা ফেটে যেতে পারে৷

হেড ফোন কিংবা হর্ন থেকে সাবধান: কানে হেডফোন, রাস্তায় গাড়ির হর্ন, কারখানায় যন্ত্রপাতির আওয়াজ – সব আঘাত করছে শ্রবণেন্দ্রিয়ে৷ তাই খেয়াল রাখতে হবে হেডফোন ব্যবহার করলে তার আওয়াজ যেন কম হয়৷ শব্দতরঙ্গ কানের মধ্যে অনেক স্তর ভেদ করে ইন্দ্রিয়তে পৌঁছয়৷ দীর্ঘক্ষণ তীব্রস্বরে হেডফোন ব্যবহার করলে কিংবা ৯০-১০০ ডেসিবেলের বেশি আওয়াজ শব্দবাজি কানের প্রতিটি স্তর ভেদ করে সরাসরি ইন্দ্রিয়কে আঘাত করে৷ শ্রবণশক্তি এক ধাক্কায় অনেকটা কমজোরি হয়ে যায়৷ কমবয়সিদের জন্য ১০০-১১০ ডেসিবেল ও বয়স্কদের জন্য ৮৫-৯০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ কানের জন্য অত্যন্ত ক্ষতিকর৷ ৯০ ডেসিবেলের বেশি আওয়াজের শব্দবাজি বর্জন করতে হবে৷ কারখানায় যন্ত্রপাতির আওয়াজ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে কি না সেবিষয়ে শ্রমিকরা খোঁজ নিন৷ ৮০-৮৫ ডেসিবেলের বেশি আওয়াজের মধ্যে ৬ থেকে ৮ ঘণ্টা থাকলে অবশ্যই কানে প্রোটেকশন থাকা দরকার৷ গাড়ির হর্নও যত্রতত্র বাজাবেন না৷ দরকার না পড়লে অযথা জোরে হর্ন নয়৷

কানের রোগ হলে ভারসাম্য হারাতে পারে শরীর: শরীরের ভারসাম্য রক্ষা করে কান৷ কড়া ওষুধ খেলে, কানে ইনফেকশন হলে বা নার্ভ শিথিল হলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে৷ উচ্চতায় উঠলেও অনেক সময় ভারসাম্য নষ্ট হয়৷ তাই কানের যে কোনও সমস্যায় অবহেলা না করে দ্রূত ডাক্তারের পরামর্শ নিন৷ মাথা ঘুরলে কিংবা শরীরের ভারসাম্য রাখতে পারছেন না বলে মনে হলে কানের ডাক্তার দেখান৷

চিকিৎসা: ইন্দ্রিয় সতেজ রয়েছে অথচ বাইরের জগত্‍ থেকে শব্দ কানে পৌঁছতে বাধা পেলে, ময়লা জমলে, কানের পর্দায় ফুটো হলে কিংবা কোনওভাবে আঘাত লাগলে কানের পর্দায় প্রভাব পড়ে৷ এক্ষেত্রে মাইক্রোসার্জারি করলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন৷ আবার অনেক ক্ষেত্রে সঠিক ওষুধ, কানের ড্রপ প্রয়োগ করা যায়৷ ইন্দ্রিয় কমজোর হয়ে গেলে ওষুধ দিয়ে কিংবা অপারেশন করে লাভ হয় না৷ তখন একমাত্র কানের মেশিন বসিয়ে বাইরের জগতের আওয়াজকে কৃত্রিমভাবে জোরে শোনানো হয়৷

সাবধানতা অবলম্বন:

  • ডাক্তার না দেখিয়ে বাজারচলতি কোনও ড্রপ কানে ব্যবহার করবেন না৷ ভুল ড্রপ ব্যবহার করলে কানের পর্দা ফেটে যেতে পারে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে৷
  • সঠিক লাইফস্টাইল মেনে চলুন৷ সামগ্রিকভাবে সুস্থ থাকবেন৷
  • কয়েকদিন কান বন্ধ কিংবা স্বাভাবিকভাবে শুনতে না পেলে তুচ্ছ মনে করে এড়িয়ে যাবেন না৷ দ্রুত ডাক্তারের পরামর্শ নিন৷ কারণ দেরি হয়ে গেলে পুরোপুরি শ্রবণশক্তি হারানোর ভয় থাকে৷
  • রক্ত বা পুঁজ বেরোলে কিংবা ইনফেকশন হলে অযথা আতঙ্কিত হবেন না৷ ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খান৷

যোগাযোগ: ৯০৮৮৯৩৯৫০০

আরও পড়তে ক্লিক করুন এই লিঙ্কে

The post কীভাবে ঠিক রাখবেন কান? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement