shono
Advertisement

Breaking News

৫৮ বছর বাদে পেনশন পেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী

এতদিন বাদে ‘যুদ্ধ-বিধবা’ জানতে পারলেন কতটা তাঁর প্রাপ্য ছিল৷ The post ৫৮ বছর বাদে পেনশন পেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 PM Feb 04, 2017Updated: 07:48 AM Feb 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশির কোটা পেরিয়েছেন কাশীবাঈ ধোন্ডি যাদব৷ তাও বেশ কয়েক বছর হল৷ ঠিক করে স্বামীর মুখটাও মনে পড়ে না এখন আর৷ কিন্তু সেই স্বামীর জন্যই জীবনের বেশিরভাগ বসন্ত বিধবা হিসেবে কাটিয়ে দিয়েছেন৷ এতদিন বাদে এসে তাঁর সঙ্গে যুক্ত হল নতুন উপমা, যুদ্ধ-বিধবা৷ সেই সৌজন্যেই ৫৮ বছর বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত ভারতীয় সৈনিকের স্ত্রী হিসেবে পেনশন পেতে চলেছেন মহারাষ্ট্রের সাংগলি জেলার এই বৃদ্ধা৷

Advertisement

(৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে Gmail!)

১৯৪৫ সালের ৬ জানুয়ারি ইংরেজ সরকারের ৩/৫ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সৈনিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়তে গিয়েছিলেন ২৩ বছরের ল্যান্সনায়েক জ্যোতি ঢোন্ডি যাদব৷ কিছুদিন বাদে জানা যায়, আফ্রিকার ওয়েস্টার্ন ফ্রন্টে মৃত্যু হয় তাঁর৷ কাশীবাঈ তখন নাবালিকা ছিলেন৷ স্বামীর মৃত্যুর ১৩ বছর বাদে অবশ্য পেনশন পেতেন কিছু৷ তবে তা সাধারণ পেনশন, মাসে মাত্র ৮ টাকা৷ সময়ের সঙ্গে বেড়ে আজ যা ৮০০০ টাকায় এসে দাঁড়িয়েছে৷

বিষয়টি সামনে আসে যখন সম্প্রতি স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাঁকে জানায়, স্বামীর মৃত্যুর শংসাপত্র না দেখাতে পারলে তাঁর পেনশন আটকে দেওয়া হবে৷ আটকে দেওয়াও হয়৷ তখন কাশীবাঈয়ের পোষ্যপুত্র পণ্ডিত রামু যাদব এমএলআই রেজিমেন্টাল সেন্টারে জ্যোতি ঢোন্ডি যাদবের মৃত্যুর শংসাপত্রের জন্য আবেদন করেন৷ বহু কাঠ-খড় পোড়ানোর পর অবশেষে ব্যাঙ্কে জমা দেওয়া হয় সেই শংসাপত্র৷ একমাসে ৩২,০০০ টাকা পেনশন পান কাশীবাঈ৷

(রাষ্ট্রপতির নামে বিশেষ গোলাপ শোভিত হবে মুঘল গার্ডেনে)

কিন্তু ফের বন্ধ হয়ে যায় তাঁর পেনশন৷ এবার বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য সরকারিভাবেই আটকে রাখা হয় পেনশন৷ হাল ছাড়েননি পণ্ডিত, জিলা সৈনিক ওয়েলফেয়ার অফিসারের কাছে এবার আবেদন করেন তিনি৷ সেখানে আবার যাবতীয় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়৷ এরপরই ৮৫ বছরের বৃদ্ধাকে ‘যুদ্ধ-বিধবা’র স্বীকৃতি দেওয়া হয়৷ প্রতিরক্ষামন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়, এবার থেকে যুদ্ধ-বিধবা হিসেবেই যাবতীয় সুবিধা পাবেন কাশীবাঈ৷ এতবছরের পাওনাও হিসেব করে মিটিয়ে দেওয়া হবে৷

(অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে ভারত, অধ্যাপকের মন্তব্যে বিতর্কের ঝড়)

The post ৫৮ বছর বাদে পেনশন পেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement