shono
Advertisement

‘গোটা দেশেই হবে এনআরসি’, অনুপ্রবেশ রুখতে রাজ্যসভায় স্পষ্ট বার্তা অমিত শাহের

‘চিহ্নিত করে দেশ থেকে বিতারিত করা হবে অনুপ্রবেশকারীদের’, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর৷ The post ‘গোটা দেশেই হবে এনআরসি’, অনুপ্রবেশ রুখতে রাজ্যসভায় স্পষ্ট বার্তা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Jul 17, 2019Updated: 10:21 PM Jul 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে হবে এনআরসি৷ বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সাফ বললেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে৷ এবং এদের প্রত্যেককে দেশ থেকে বিতারিত করা হবে৷ তাদের দেশ থেকে তাড়ানো হবেই৷ অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে সরকার৷ সীমান্তে নজরদারি আরও আঁটসাঁট করা হবে৷

Advertisement

[ আরও পড়ুন: তীর্থে গিয়ে বিবাদ, মন্দিরে পুজো দিয়েই খাদে মরণধাক্কা স্ত্রীকে]

বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের ঠিক একদিন আগেই, অর্থাৎ বৃহস্পতিবার এই অনুপ্রবেশ ইস্যুতে লোকসভায় লিখিত বিবরণ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বিজেপি সাংসদ প্রবেশ সহিব সিংয়ের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, অনুপ্রবেশ রুখতে গত পাঁচ বছরে উল্লেখযোগ্য কাজ করেছে কেন্দ্র৷ সীমান্তে কাঁটাতারের বেড়াজাল আরও পোক্ত করা হয়েছে৷ স্পর্শকাতর এলাকাগুলিতে যথাযথ আলোর ব্যবস্থা করা হয়েছে৷ তৈরি হয়েছে পাকা রাস্তা৷ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাকর্মীরা অতিস্পর্শকাতর ওই এলাকাগুলিতে নিয়মিত পেট্রলিং চালান৷ সীমান্তজুড়ে তৈরি হয়েছে অতিরিক্ত বর্ডার আউটপোস্ট৷

যদিও এর পাশাপাশি কেন্দ্র স্বীকার করেছে যে, এখনও পুরোপুরি ভাবে অনুপ্রবেশ বন্ধ করা যায়নি৷ লিখিত ওই বিবরণে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে যে, নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে পার্বত্য অঞ্চল ও নদীপথের সাহায্য নিয়ে, এখনও কিছু অংশে অনুপ্রবেশ চলছে৷ যদিও আগামিদিনে সেই রাস্তাও বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক৷ জানানো হয়েছে যে, অনুপ্রবেশকারীদের রুখতে ১৯৪৬-এর ফরেনার্স অ্যাক্টের সেকশন ৩ ধারাকে আরও পোক্ত করা হয়েছে৷

[ আরও পড়ুন: কর্ণাটক আস্থা ভোটে যোগ দিতে বাধ্য নয় বিধায়করা, রায় শীর্ষ আদালতের ]

The post ‘গোটা দেশেই হবে এনআরসি’, অনুপ্রবেশ রুখতে রাজ্যসভায় স্পষ্ট বার্তা অমিত শাহের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement