shono
Advertisement

পুজোয় কলকাতায় আসছেন না, জানালেন রাহুল গান্ধী

পাঁচ রাজ্যে ভোটের কারণে সফর বাতিল । The post পুজোয় কলকাতায় আসছেন না, জানালেন রাহুল গান্ধী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Oct 16, 2018Updated: 09:28 PM Oct 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চমীর দিনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর তিনি পুজোয় কলকাতায় আসার সময় পাবেন তো? সন্দিহান ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেকথা জানিয়েওছিলেন তিনি। মঙ্গলবার, সপ্তমীর দিন, বিবৃতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানিয়ে দিলেন, পাঁচ রাজ্য বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন। তাই অষ্টমীতে কলকাতা আসতে পারবেন না। শারদোৎসবে শামিল হতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন রাহুল। 

Advertisement

[উৎসবের মরশুমে শহরে আগুন, ট্যাংরায় ভস্মীভূত গুদাম ]

গত বছর ডিসেম্বর গুজরাটে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সোমনাথ মন্দির পুজো দিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর থেকেই বিভিন্ন রাজ্যে তাঁর মন্দির সফর চলছেই। সম্প্রতি সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর, দিল্লিতে নয়া কার্যনিবাহী কমিটির সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠকে দলের সভাপতিকে পুজোয় একদিন কলকাতায় আসার প্রস্তাব দেন রাজ্য কংগ্রেস নেতারা। প্রস্তাব ছিল, অষ্ঠমীর সকালে কলেজ স্কোয়ারের পুজো হাজির থাকুন রাহুল। এই কলেজ স্কোয়ারের পুজোর সঙ্গে যুক্ত এ রাজ্যে কংগ্রেস নেতারাই। প্রাথমিকভাবে পুজোয় কলকাতা আসার ব্যাপারে রাহুল গান্ধী উৎসাহ দেখিয়েছিলেন বলেই জানা গিয়েছে। কিন্তু, এরই মধ্যে আবার পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দেয় কমিশন। ফলে প্রচারের ব্যস্ততার কারণে রাহুল গান্ধী আদৌও কলকাতা আসতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছিলেন, পাঁচ রাজ্যে ভোট ঘোষণার আগে কংগ্রেস সভাপতি আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, এখন পরিস্থিতি পালটে গিয়েছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন রাহুল, সেক্ষেত্রে আদৌও তিনি কলকাতায় আসার সময় পাবেন কিনা, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত, কলকাতা  সফর বাতিল করার কথা জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারের কাজে ব্যস্ত থাকবেন। তাই এখন দিল্লি ছেড়ে কোথাও সম্ভব নয়।’ পুজো কলকাতায় আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।   

[মানবিকতার নজির, পুজোর শহরে রাস্তায় মা-মেয়েকে পাহারা দিলেন ক্যাব চালক]

The post পুজোয় কলকাতায় আসছেন না, জানালেন রাহুল গান্ধী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement