shono
Advertisement

১৫ জানুয়ারি থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে Paytm?

এবার কোম্পানি নিজেই বিষয়টি নিয়ে সাফাই দিল৷ The post ১৫ জানুয়ারি থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে Paytm? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Jan 11, 2017Updated: 03:27 PM Jan 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে আর কাজ করবে না পেটিএম৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন খবরই ভাইরাল হয়ে গিয়েছিল৷ জনপ্রিয় ই-ওয়ালেট পরিষেবা Paytm নাকি বন্ধ হয়ে যাচ্ছে চলতি মাসেই৷স্বাভাবিকভাবেই পেটিএম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ে৷ এবার কোম্পানি নিজেই বিষয়টি নিয়ে সাফাই দিল৷

Advertisement

(বিয়ের আগে অধিক যৌন সম্পর্কই বাড়াচ্ছে বিচ্ছেদের হার)

Paytm-এর তরফে জানিয়ে দেওয়া হল, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন৷ Paytm পরিষেবা বন্ধ হচ্ছে না৷ ১৫ জানুয়ারির পরও আগের মতোই স্মার্টফোনে কাজ করবে এই ই-ওয়ালেট পরিষেবা৷ সুতরাং গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ শুধু তাই নয়, গ্রাহকদের জন্য আরও নতুন নতুন অফার আনছে এই অ্যাপ বলেও জানানো হল৷

(এসে গেল নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nokia 6)

দিন কয়েক আগেই পেমেন্ট ব্যাঙ্ক চালু করার কথা নিশ্চিত করেছিল সংস্থাটি৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে সেই মর্মে ইতিমধ্যে মিলেছে ছাড়পত্রও৷ এবার থেকে অত্যন্ত সহজ উপায়ে বিনা খরচে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ রাখা যাবে Paytm ওয়ালেটে৷ যার মাধ্যমে অনায়াসেই ক্যাশলেস লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা৷ যাঁরা ছ’মাসের বেশি সময় ধরে Paytm ব্যবহার করছেন না বা ই-ওয়ালেটে টাকা রাখেননি, তাঁদের নতুন করে পেমেন্ট ব্যাঙ্কের জন্য রেজিস্টার করতে হবে৷ পেমেন্ট ব্যাঙ্ক একবার চালু হয়ে গেলে ব্যাঙ্কের মতোই চেক বই, ডেবিট কার্ডের মতো পরিষেবাগুলিও দেওয়ার ব্যবস্থা করবে Paytm৷

The post ১৫ জানুয়ারি থেকে কি বন্ধ হয়ে যাচ্ছে Paytm? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement