shono
Advertisement

Breaking News

Ravi Shastri

আইপিএলে কোচিং করাবেন শাস্ত্রী? অশ্বিনের প্রশ্নের জবাবে কী বললেন রোহিতদের প্রাক্তন হেডস্যর?

অশ্বিনের ইউটিউব চ্যানেলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন শাস্ত্রী।
Published By: Krishanu MazumderPosted: 02:21 PM May 14, 2024Updated: 04:27 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোচিংয়ে ফিরবেন রবি শাস্ত্রী (Ravi Shastri)? আইপিএলেও কি দেখা যাবে তাঁকে?
ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, এখনই ডাগ আউট, ড্রেসিং রুমে ফেরার ইচ্ছা তাঁর নেই। ভবিষ্যতে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সম্ভাবনা উড়িয়ে না দিলেও এখনই কোনও দলের সঙ্গে যুক্ত হতে চান না তিনি। 

Advertisement

[আরও পড়ুন: হার্দিক নামলেই বেরিয়ে যান রোহিত-সূর্যরা, প্রকাশ্যে মুম্বই শিবিরের ফাটল]


গোটা দেশে ছড়িয়ে থাকা প্রতিভার প্রশংসা করেছেন দেশের প্রাক্তন হেড কোচ। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার ব্যাপারে, তাঁদের মোটিভেট করতে সবসময়েই তিনি প্রস্তুত। কিন্তু কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে কি তিনি কোচিং করাবেন? অশ্বিনের প্রশ্নে  শাস্ত্রী জানান, তিনি এখন বেশ কিছুদিন ড্রেসিং রুম থেকে সরে থাকতে চান।
অশ্বিনের ইউটিউবে রোহিতদের প্রাক্তন হেডস্যর বলেছেন, ''কোচিংয়ে ফেরার এখনই কোনও ইচ্ছা নেই। ভারতীয় দলকে সাত বছর কোচিং করানোর পর তো নয়ই। ভবিষ্যতে কী হবে তা কেউ জানেন না এবং সেই চাকরির সঙ্গে কতটা জড়িয়ে থাকা সম্ভব, সেটাও আলোচনার বিষয়।''
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় সরে যাচ্ছেন। তাঁর ছেড়ে রাখা চেয়ারে বসবেন কে? নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পরের দিনই শাস্ত্রী ভারতের অফস্পিনারকে বলছেন, ''আমার অভিজ্ঞতা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। আমি কী করতে পারি সেটাও জানা সবার। কিন্তু ভারতীয় দলের সঙ্গে সাত বছর থাকার পরে-বিশেষ করে সেই সময়টা খুবই কঠিন ছিল-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম কঠিন সময় আগে দেখা যায়নি-কোভিড, কোয়ারেন্টাইন এবং বায়ো বাবল। ডাগ আউট, ড্রেসিং রুম এবং সব জায়গা থেকে আমি বিশ্রাম চাইছিলাম। সম্প্রচার এবং মাইক্রোফোন আবার নিজেকে প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে। আনন্দও পাচ্ছি।'' 

[আরও পড়ুন: এখনও সমান আগ্রাসী, বিরাটকেই ফের আরসিবি-র অধিনায়ক দেখতে চান হরভজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের কোচিংয়ে ফিরবেন রবি শাস্ত্রী (Ravi Shastri)?
  • আইপিএলেও কি দেখা যাবে তাঁকে?
  • ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, এখনই ডাগ আউট, ড্রেসিং রুমে ফেরার ইচ্ছা তাঁর নেই।
Advertisement