shono
Advertisement

নিম্নচাপ সরতেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু শীতের

এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, স্বাভাবিকের থেকে যা কম৷ The post নিম্নচাপ সরতেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু শীতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Nov 06, 2016Updated: 09:28 AM Nov 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল কবে আসবে- কবির এ লাইন ধার করে আর বোধহয় প্রশ্ন করতে হবে না শহরবাসীকে৷ কেননা শহরে শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে৷ এবং তা ছক্কা হাঁকিয়েই৷

Advertisement

নিম্নচাপের জেরে বৃষ্টিভেজা শহরে শীতের প্রত্যাশা ছিলই৷ তবে পূর্বাভাস ছিল, এবার শীত দেরিতেই আসবে৷ কিন্তু নিম্নচাপ বাংলাদেশের সরতেই দেখা গেল পুরোদস্তুর টি-টোয়েন্টির মেজাজে ক্রিজে নেমেছে শীত৷উত্তরে হাওয়ার পথ সুগম হতেই শীতের আমেজ শহর জুড়ে৷ হাওয়া অফিসের হিসেবে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ জানা যাচ্ছে, শীতের এই দাপট থাকবে বেশ কিছুদিন৷ অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ গতবছরও এই সময় শীত এতটা জাঁকিয়ে বসতে পারেনি৷ আজ রোদে-মেঘে লুকোচুরির সম্ভাবনা থাকলেও, সপ্তাহের বাকি দিনগুলো মোটামুটি রোদঝলমলেই থাকবে৷ রাতের দিকে তাপমাত্রা বেশ নামতে পারেই বলেই জানা যাচ্ছে৷

The post নিম্নচাপ সরতেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু শীতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement