রাজকুমার, আলিপুরদুয়ার: হাওড়া, হুগলি, মেদিনীপুর, কলকাতার পর আলিপুরদুয়ার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ। বধূর অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোটমুখী বাংলায় আলিপুরদুয়ারের বাবুপাড়া হাইস্কুলে ক্যাম্প রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। নির্যাতিতা মহিলার ওই স্কুলের কাছে একটি দোকান রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ দোকান মালিক অন্য কাজে বেরিয়েছিলেন। দোকানে ছিলেন না। স্বামীর অনুপস্থিতিতে দোকান সামলাচ্ছিলেন তাঁর স্ত্রী। সেই সময় দোকানে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযোগ, জিনিসপত্র কেনার অছিলায় বধূর শ্লীলতাহানি করেন তিনি।
[আরও পড়ুন: ‘অগ্নিবীর’ প্রকল্পের পুনর্বিবেচনা! নীতীশ কিংমেকার হতেই দাবি জেডিইউ নেতার]
চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন বধূ। পরিস্থিতি বেগতিক বুঝে ক্যাম্পে ফিরে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এর পর স্বামী ফিরলে গোটা ঘটনাটি জানান তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার থানায় যান ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। মহিলাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে যায় পুলিশ। মহিলা অভিযুক্ত জওয়ানকে শনাক্ত করেন। তার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, পঞ্চম দফার ভোটের আগে হাওড়ার উলুবেড়িয়ায় বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ভোটের ডিউটিতে আসা আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে হুগলির জাঙ্গিপাড়ায়। ষষ্ঠ দফার ভোটে ডেবরাতেও প্রায় একই অভিযোগ ওঠে। বাড়িতে গিয়ে বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। তিনটি ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতায় ওঠে একই অভিযোগ। এবার আলিপুরদুয়ারেও শ্লীলতাহানির ঘটনায় কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।