shono
Advertisement
Jharkhand

দশেরায় নতুন শাড়ি দিতে পারেননি অভাবী স্বামী! আত্মঘাতী বধূ

শুধু নতুন শাড়ি না কি আত্মহত্যার নেপথ্য অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Paramita PaulPosted: 11:18 AM Oct 13, 2024Updated: 11:18 AM Oct 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরায় শাড়ি কিনে দিতে পারেনি ট্রাক্টর চালক স্বামী। দুঃখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার বাঘঝোপা গ্রামে। শুধু নতুন শাড়ি না কি আত্মহত্যার নেপথ্য অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সেন্দো দেবী। বয়স ২৬ বছর। দুই সন্তানের মা। স্বামী ট্রাক্টর চালান। রেললাইনের ধারে ঝুপরিতে থাকতেন। এ বছর দশেরায় স্বামীর কাছে নতুন শাড়ি চেয়েছিলেন। কিন্তু স্বামী সাফ জানিয়ে দেন, নতুন শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য নেই। এর পরই চরম সিদ্ধান্ত নেন সেন্দো দেবী। রেললাইনের ধারেই বাড়ি তাঁদের। স্বামীর কথা শোনার পরই লাইনের ধারে চলে যান। সেই সময় ট্রেনও আসছিল। তার সামনে ঝাঁপ দেন সেন্দোদেবী। সেখানই মৃত্যুর হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, সেন্দো দেবী স্বামীর কাছে শাড়ি চেয়েছিলেন। কিন্তু টাকা না থাকায় স্ত্রীয়ের চাহিদা মেটাতে পারেননি তিনি। তাই আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দশেরায় শাড়ি কিনে দিতে পারেনি ট্রাক্টর চালক স্বামী।
  • দুঃখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী।
  • শুধু নতুন শাড়ি না কি আত্মহত্যার নেপথ্য অন্য কোনও কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement