সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিবৃষ্টিতে ভাসছে লখনউ (Lucknow)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন, অফিস, এমনকী বিধানসভা ভবনও জলমগ্ন বলে জানা গিয়েছে। শহরের সব রাস্তায় কোমর জল। সেই সুযোগ কাজে লাগিয়ে বাইক আরোহী এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। বর্বর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনার নিন্দায় সরব হয়েছে নেটদুনিয়া। ঠিক কী ঘটেছে?
লখনউয়ের তাজ হোটেল ব্রিজের কাছে হেনস্তার স্বীকার হন ওই তরুণী এবং তাঁর পুরুষ সঙ্গী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার জল ঠেলে কোনওমতে এগোচ্ছে একটি বাইক। তরুণী পিছনের সিটে বসে আছেন। বাইক চালাচ্ছেন পুরুষ সঙ্গী। তখনই বাইকটিকে ঘিরে ধরে একদল যুবক। তাঁরা রাস্তার জমা জল ছিটিয়ে ভিজিয়ে দেন মহিলা এবং তাঁর সঙ্গীকে। এখানেই হেনস্তার শেষ হয়নি।
[আরও পড়ুন: ‘সংসদে একবারও ভুমিধসের কথা বলেননি কেন?’, ওয়ানড় কাণ্ডে রাহুলকে নিশানা বিজেপির]
এর পর বাইকটিকে টেন ধরে যুবকের দল। এক সময় টানাটানিতে বাইকটি কাত হয়ে জলেই পড়ে যায়। মহিলা এবং তাঁর সঙ্গীও জলে পড়ে যান। এর পরই ক্ষান্ত দেয় হেনস্তাকারীরা। অভিযোগ, তরুণীকে যৌন হেনস্তা করা হয়েছে। বাইকটিকে টানা-হেঁচড়ার মাঝে এক যুবক পিছন থেকে জাপটে ধরেন তরুণীকে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।