shono
Advertisement

‘প্রশান্ত কিশোর টাকার জন্য কাজ করেন না’, চুক্তি পাকা করেই দাবি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

'জাতীয় স্তরে শূন্যস্থান পূরণ করতে' একসঙ্গে কাজ পিকে-কেসিআরের।
Posted: 02:33 PM Mar 22, 2022Updated: 04:44 PM Mar 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরে শূন্যস্থান পূরণ করতে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)। কেসিআর জানিয়ে দিলেন, জাতীয় স্তরে বিকল্প তৈরি করতে কাজ করবেন তিনি। সেই কাজে সাহায্য করবেন তাঁর ‘দীর্ঘদিনের বন্ধু’ প্রশান্ত কিশোর।

Advertisement

তেলেঙ্গানায় ২০২৩ সালে বিধানসভা ভোট। তাৎপর্যপূর্ণভাবে সেরাজ্যে হু হু করে শক্তি বাড়াচ্ছে বিজেপি (BJP)। কংগ্রেসকে সরিয়ে তেলেঙ্গানায় প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে গেরুয়া শিবির। সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে তার প্রমাণও মিলেছে। সেটাই ভাবাচ্ছে কেসিআরকে। সম্ভবত সেকারণেই প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেললেন কেসিআর। যদিও প্রকাশ্যে তিনি দাবি করছেন, “এবার আমি জাতীয় রাজনীতিতে কাজ করতে চাই। জাতীয় রাজনীতিতে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা পূরণ করতে চাই।”

[আরও পড়ুন: ‘যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য আমি দায়ী হই, ফাঁসিতে ঝোলান’, মন্তব্য ফারুক আবদুল্লার]

প্রশান্ত কিশোরের সঙ্গে কেসিআরের (KCR) চুক্তি হওয়া নিয়ে জল্পনা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে। মাস দু’য়েক আগেই হায়দরাবাদে কেসিআরের ফার্ম হাউসে বৈঠক করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং প্রশান্ত কিশোর। সেখানেই চুক্তি চূড়ান্ত হয়। হায়দরাবাদে কান পাতলে শোনা যাচ্ছে কেসিআর প্রশান্ত কিশোরের সঙ্গে ৩০০ কোটি টাকার চুক্তি করেছেন। যদিও সেই গুজব এদিন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন হায়দরাবাদের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,”প্রশান্ত কিশোর গত ৭-৮ বছর ধরে আমার অত্যন্ত কাছের বন্ধু। উনি টাকার জন্য কাজ করেন না। দেশের প্রতি ওঁর দায়বদ্ধতা আপনারা বুঝবেন না।”

[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা দিল্লিতে, মাইক্রোওয়েভ থেকে উদ্ধার দু’মাসের শিশুকন্যার দেহ, প্রশ্নের মুখে বাবা-মা]

বলে রাখা দরকার, রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতানোর পরই প্রশান্ত কিশোর ঘোষণা করে দেন তিনি আর রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করবেন না। তারপরও অবশ্য প্রশান্তের সংস্থা আই-প্যাক তৃণমূলের (TMC) হয়ে কাজ করছে। এখন দেখার পিকে এবং কেসিআর জুটি সত্যিই জাতীয় স্তরে বিরোধী বিকল্প তৈরির কাজ করবে নাকি তেলেঙ্গানাতে কেসিআরকে জিতিয়েই ক্ষান্ত দেবেন পিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement