সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় চলছে যুদ্ধবিরতি। প্রায় ১৫ মাস পর জঙ্গিদের ডেরা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরছেন ইজরায়েলের পণবন্দিরা। এবার অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে পেলেন আরও চারজন। আজ শনিবার ইজরায়েলের চার মহিলা সৈন্যের নাম প্রকাশ করে হামাস। যাঁদের মুক্তি দেওয়া হয়েছে। অবশেষে চরম উৎকণ্ঠা, উদ্বেগের অবসান ঘটল ওই চারজনের পরিবারের সদস্যদের।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
জানা গিয়েছে, লিরি আলবাগ, করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া ও নামা লেভি নামে চার ইজরায়েলি যোদ্ধাকে আজ মুক্তি দিয়েছে হামাস। তাঁদের তুলে রেডক্রসের হাতে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটি। শয়ে শয়ে রকেট ছোড়ার পাশাপাশি ইহুদি দেশটিতে ঢুকে নির্মমভাবে হত্যাম করে নাগরিকরা। একই অপহরণ করে নিয়ে যায় দুশোর উপর মানুষকে। এই তালিকাতেই ছিলেন ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ওই চার সদস্য। হামলার সময় গাজা সীমান্তে মোতায়েন ছিলেন তাঁরা।
করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি, লিরি আলবাগ। (বাঁদিক থেকে )
রয়টার্স সূত্রে খবর, লিরি, করিনা, ড্যানিয়েলা, নামার সঙ্গে আরও তিন মহিলা সৈন্যকে অপহরণ করে নিয়ে যায় হামাস জঙ্গিরা। যার ভিডিও বানিয়ে প্রকাশও করে তারা। তবে ওই তিনজনের মধ্যে আগম বার্গার এখনও গাজায় বন্দি। নোয়া মার্সিয়ানোর দেহ ইজরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর ওরি মেগিডিশকে ২০২৩ সালেই হামাসের ডেরা থেকে মুক্ত করে নিয়ে যায় ইজরায়েলি সেনা। আজ বন্দিদের নাম প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইতে শুরু করে তাঁদের পরিবারে। মুক্তির আগে হামাসের মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করেন ওই চারজন। এঁদের বদলে প্যালেস্টাইনের শতাধিক জেলবন্দিকে মুক্তি দেবে ইজরায়েল বলে খবর।
উল্লেখ্য, দিন পাঁচেক আগেও হামাসের হাত থেকে মুক্তি পেয়েছিলেন ৩ ইজরায়েলি পণবন্দি। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দিদের হাতে একটি উপহারের থলিও দিল হামাস জঙ্গিরা। বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি ছিল ওই উপহারের তালিকায়। গাজার মাটিতে যে দীর্ঘ সময় তাঁরা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলি যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এই উদ্যোগ হামাসের।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে গত রবিবার। কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশের উদ্যোগে সম্পন্ন হয়েছে ইজরায়েল ও হামাসের ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি। সেই মতো গত ১৯ জানুয়ারি তিন পণবন্দিকে মুক্ত করে হামাস। যার মাধ্যমেই শুরু হয় যুদ্ধবিরতি। ধাপে ধাপে আরও বেশ কয়েকজন বন্দিকে ইজরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে, জেলেবন্দি ২ হাজার জন প্যালেস্তিনীয়কে মুক্ত করবে ইজরায়েল।