কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস (Oxford University Campus) তৈরির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) । ভারতের সাংস্কৃতিক রাজধানীতেই তৈরি হোক ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দিতে গিয়ে এই আর্জি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আমাদের পড়ুয়ারা তৈরিই আছে।''

এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) কেলগ কলেজের ‘দ্য হাব’ প্রেক্ষাগৃহে আলাপচারিতার একদম শেষ পর্যায়ে এসে কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখেন। বস্তুত, মমতা বারবার চেয়েছেন, অক্সফোর্ড ও কেমব্রিজের মতো বিশ্বখ্যাত ঐতিহাসিক প্রতিষ্ঠানের ক্যাম্পাস কলকাতার মতো শহরেও থাকুক। কলকাতা থেকেই বহু মেধাবী ছাত্রছাত্রী অক্সফোর্ডে পড়তে যান প্রতি বছর। মেধার দিক থেকে দেশের অন্যতম সেরা শহর কলকাতা। তাছাড়া বাংলার সঙ্গে বহু কৃতী মানুষের নাম জড়িয়ে যাঁরা বিশ্ববন্দিত।এদিন অক্সফোর্ডের বক্তৃতায় সেই সুযোগ ছাড়েননি মমতা (CM Mamata Banerjee) । কেলগ কলেজের ভাষণ থেকেই তিনি জানান, ‘‘আমাদের পড়ুয়ারা সবসময় তৈরিই রয়েছে।’’
ভাষণে মমতা নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন। বলেন, ৯ বছর বাবাকে হারিয়ে লড়াই শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এখনও লড়ে চলেছেন তিনি। একদম শেষে অক্সফোর্ডের পড়ুয়াদেরও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ''একবার ব্যর্থ হলে হাজারবার চেষ্টা করো, তোমরা সফল হবেই।” দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নজর কেড়েছে বিশ্বের। ভূয়সী প্রশংসা করেন বাংলার ছাত্র সমাজের। জানালেন, ‘‘আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ।’’ এ প্রসঙ্গে রাজ্য সরকারের স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন।