সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও তিনি মসনদে বসেননি। আগামী বছরের শুরুতে ক্ষমতা হস্তান্তরিত হয়ে তাঁর হাতে আসবে। কিন্তু তার আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা ঘোষণা করে চলেছেন। এবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশাল অ্যাপে বর্ষীয়ান রিপাবলিকান নেতা দাবি করলেন, যে সংস্থাগুলি আমেরিকায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তাদের দ্রুত পারমিট দেওয়া হবে।
গতকাল, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'যে কোনও ব্যক্তি বা সংস্থা যিনি ১ ডলার বা তার বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন আমেরিকায়, তাঁকে দ্রুত অনুমতি ও পারমিট দিয়ে দেওয়া হবে। এমনকী, পরিবেশগত সম্মতির ক্ষেত্রেও তা সীমাবদ্ধ থাকবে না। মাতিয়ে দিতে প্রস্তুত হোন।' যদিও ট্রাম্প এটা পরিষ্কার করেননি এই 'ফাস্ট ট্র্যাক' অনুমোদনের জন্য কে যোগ্য হবেন। প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, এক্সপোর্ট টার্মিনাল, সৌর খামার-সহ শক্তি প্রকল্পগুলি বিলিয়ন ডলারের মানদণ্ড পূরণ করবে কিনা।
বর্ষীয়ান রাষ্ট্রনেতার এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা আমেরিকার ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট অনুযায়ী, কোনও গ্যাস পাইপলাইন বা হাইওয়ে নির্মাণের মতো প্রকল্পে সবুজ সংকেত দিতে হলে সরকারি সংস্থাগুলিকে তার পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের ঘোষণা এমন কোম্পানিগুলির জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠভে, যারা এই জাতীয় মূল্যায়ন সংক্রান্ত বিলম্বের বিষয়ে দীর্ঘকাল অভিযোগ করে আসছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
গতবার হেরে গেলেও এবার মহাসমারোহে মসনদে প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। ৭১ মিলিয়নেরও বেশি আমেরিকানের ভোটে জয়ী হয়েছেন তিনি। শুধুমাত্র ইলেক্টোরাল কলেজ-ই জেতেননি, পপুলার ভোটেও জিতেছেন– এমন কৃতিত্ব তিনি ২০১৬ বা ২০২০ সালেও দেখাতে পারেননি। তাঁর এই বিপুল জয়ের পরেও দেশের একাংশের মানুষের আশঙ্কা, হোয়াইট হাউসে ফিরলে প্রথাগত ভারসাম্যকে হ্রাস করতেই থাকবেন ট্রাম্প। ইতিমধ্যেই ক্ষমতায় বসার আগে নানা হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর এই মন্তব্যকে ঘিরে আলোচনা শুরু হবে বলেই মনে করা হচ্ছে।