shono
Advertisement
Donald Trump

ধ্বংসস্তূপ গাজা 'সাফ' করতে প্যালেস্তিনীয়দের আরব দেশে পাঠাতে চান ট্রাম্প!

জর্ডন, মিশরের মতো দেশে প্যালেস্তিনীয়দের পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Biswadip DeyPosted: 01:21 PM Jan 26, 2025Updated: 02:50 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি সেনার হামলায় কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। রণক্লান্ত ওই অঞ্চল 'সাফ' করতে থেকে প্যালেস্তিনীয়দের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শনিবার এক ২০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই বিষয়ে মুখ খোলেন তিনি।

Advertisement

ঠিক কী জানিয়েছেন ট্রাম্প? তাঁর কথায়, ''কার্যতই একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটা। প্রায় সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ মারা যাচ্ছে। আর সেই কারণে আরব দেশগুলির সঙ্গে আমি কথা বলা শুরু করেছি। যাতে ওই সব দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ তৈরি করে সেখানে মানুষ থাকতে পারে। হয়তো এই পরিবর্তনের ফলে সেখানে ওরা শান্তিতে থাকতে পারবে।'' শনিবারই জর্ডনের রাজার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। রবিবার তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্যালেস্তিনীয়দের এই আশ্রয় সাময়িক হতে পারে। আবার দীর্ঘস্থায়ীও হতে পারে।

এদিকে হামাস-ইজরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। কিন্তু পরিস্থিতি এমনই, যেন বারুদের স্তূপের উপরে রয়েছে সবটাই। যে কোনও মুহূর্তে ফের ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এহেন পরিস্থিতি সদ্য মসনদে বসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, বাইডেন প্রতিশ্রুতি দিয়েও যা পাঠাননি, সেই ২ হাজার পাউন্ড বোমা তিনি পাঠাচ্ছেন ইজরায়েলে। শনিবার নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লেখেন, ‘অনেক জিনিস যা ইজরায়েল অর্ডার করেছিল এবং যে জন্য অর্থও প্রদান করেছিল, কিন্তু বাইডেন পাঠাননি, এখন তা রওনা দিয়েছে!’ প্রসঙ্গত, এই বোমাগুলি বাইডেনের আমলেই পাঠানোর কথা ছিল। কিন্তু ডেমোক্র্যাট নেতা তা পাঠানোর ঝুঁকি নেননি। বাইডেন প্রশাসনের দাবি ছিল, ওই বোমা হাতে পেলে ইজরায়েল তা গাজায় সাধারণ মানুষের বসতির উপরে ফেলতে পারে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই সবুজ সংকেত দিলেন এই সিদ্ধান্তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইজরায়েলি সেনার হামলায় কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
  • রণক্লান্ত ওই অঞ্চল 'সাফ' করতে থেকে প্যালেস্তিনীয়দের সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
Advertisement