shono
Advertisement
Donald Trump

'যারা আমেরিকার ক্ষতি করে...' ভারত-চিনের নাম উল্লেখ করে বিরাট শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

মোদির সঙ্গে কথা বলার পরই দলীয় অনুষ্ঠানে এই কথা শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:49 PM Jan 28, 2025Updated: 03:12 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারত-চিনের মতো দেশগুলি বিরাট পরিমাণে আমদানি শুল্ক চাপায়। এবার সেই পথে হাঁটবে আমেরিকাও। কারণ দেশের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে তাঁর প্রশাসন। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। তারপরেই দলীয় অনুষ্ঠানে এই কথা শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে।

Advertisement

ফ্লোরিডায় একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রিপাবলিকান সাংসদরা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে তাঁর মূল লক্ষ্য, 'আমেরিকা ফার্স্ট'। অর্থাৎ দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই নিয়েই ট্রাম্প বলেন, "যেসমস্ত দেশ বা সংস্থা আমাদের ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপিয়ে দেব। আসলে ওরা আমাদের শুল্ক দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করে। সেটা আর হতে দেব না।"

উদাহরণ হিসাবে ভারত, চিন এবং ব্রাজিলের নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, "চিন প্রচুর আমদানি শুল্ক চাপায়। একই কাজ করে ভারত-ব্রাজিলের মতো আরও অনেক দেশ। কিন্তু সেটা আর হবে না কারণ আমরা 'আমেরিকা ফার্স্ট' নীতি নিয়ে চলব।" আমদানি শুল্ক এড়াতে বিদেশি কোম্পানিগুলির কাছে ট্রাম্পের বার্তা, তারা যেন মার্কিন মুলুকেই কারখানা গঠন করে। আগামী কিছুদিনে খুব কম সময়ের মধ্য়ে আমেরিকায় প্রচুর কারখানা গঠিত হবে বলেও জানান ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, আমদানি শুল্ক বাড়ার ফলে আমেরিকার কর্মী এবং ব্যবসায়ীদের উপর করের বোঝা কমবে। পরিবেশ সংক্রান্ত নিয়মাবলির কারণে আমেরিকার উন্নতি হচ্ছে না বলেও দাবি করেন তিনি। আমেরিকা আবারও ধনী এবং শক্তিশালী হয়ে উঠবে, আশাবাদী ট্রাম্প। উল্লেখ্য, এর আগে ব্রিকস সদস্যদের উপর বড়সড় শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই নিয়ে সরকারি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে তাঁর মূল লক্ষ্য, 'আমেরিকা ফার্স্ট'।
  • আমদানি শুল্ক এড়াতে বিদেশি কোম্পানিগুলির কাছে ট্রাম্পের বার্তা, তারা যেন মার্কিন মুলুকেই কারখানা গঠন করে।
  • ট্রাম্প আরও বলেন, আমদানি শুল্ক বাড়ার ফলে আমেরিকার কর্মী এবং ব্যবসায়ীদের উপর করের বোঝা কমবে।
Advertisement