shono
Advertisement
World Economic Forum

সেক্স পার্টিতে শিল্পপতিদের উদ্দাম যৌনতা! প্রকাশ্যে দাভোসে বিশ্ব বাণিজ্য বৈঠকের কেলেঙ্কারি

এসকর্ট সার্ভিসের পিছনে ১০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 04:08 PM Jan 28, 2025Updated: 04:45 PM Jan 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের মঞ্চে যৌন কেচ্ছা! কোটি কোটি টাকার বিনিময়ে রীতিমতো সেক্স পার্টির আসর বসিয়েছিলেন বিশ্বের শিল্প জগতের 'টাইকুন'রা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ডেইলি মেল'-এর রিপোর্টে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। স্বাভাবিকভাবেই এই ঘটনা চরম বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

চলতি বছরের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আসর বসেছিল সুইজারল্যান্ডের দাভোস শহরে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভিভিআইপি এই সম্মেলনে দিনের বেলায় নানা গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতেন ভিভিআইপি অতিথিরা। আলোচনার বিষয়বস্তু ছিল চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। রাত নামলেই বদলে যেত সবকিছু। আশেপাশের যৌনকর্মীদের বিপুল টাকায় ভাড়া করে এনে এখানে চলত অবাধ যৌনতা। 'সেক্স পার্টি' থেকে 'অরগি' বাদ যায়নি কোনও কিছুই। দাভোসের এসকর্ট সংস্থাগুলিকে উদ্ধৃত করে ডেইলি মেইল জানিয়েছে, বহু যৌনকর্মী ও ট্রান্সসেক্সুয়াল মহিলাকে ভাড়া করা হয়েছিল 'নন ডিসক্লোজার' চুক্তির মাধ্যমে। অর্থাৎ গোদা বাংলায় যাকে বলা যায়, 'গোপন চুক্তি'।

দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে ব্যবসায়ী ও শিল্পজগতের প্রায় ৩ হাজার প্রভাবশালী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন অভিনেতা সাংবাদিক ও ক্রিড়াবিদরা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এক সংস্থা দাবি করেছে, 'এই সম্মেলনে আসা ভিভিআইপিরা আশেপাশের অঞ্চল থেকে প্রায় ৩০০ জন যৌনকর্মীকে ভাড়া করেছিলেন। গত বছর এই ওয়েবসাইটের বুকিং যেখানে মাত্র ১৭০টি ছিল সেটাই নতুন বছরের এক মাসে নজিরবিহীনভাবে বেড়ে গিয়েছে। এসকর্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, এই ইকোনমিক ফোরামে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে 'অ্যানাল সেক্স'-এর সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে। এমনকী এইসব কেউকেটারা যৌনকর্মীদের উপর শারীরিক নির্যাতনও (বিডিএসএম) করে। যারা এই এসকর্ট সার্ভিসের আবেদন জানিয়েছিল তাঁদের বেশিরভাগের চাহিদা ছিল ইংরেজি, জার্মান এবং ফরাসি জানা মহিলা।

শুধু তাই নয়, রিপোর্টে জানা যাচ্ছে এই গোপন পার্টি আয়োজনে বিপুল টাকা দিতেও কোনও কার্পণ্য করেননি শিল্পপতিরা। এক একজন মহিলা প্রতি বুকিংইয়ে ৬ লক্ষ টাকার বেশি আয় করেছেন। গড়ে ৪ ঘণ্টার জন্য ভাড়া করা হয়েছে মহিলাদের। এবং এই অনুষ্ঠান চলাকালীন প্রথম তিন দিনে একটি ওয়েবসাইট গড়ে ২.৯ কোটি টাকা করে আয় করেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কোনও কোনও সংস্থা ৯.৬৮ কোটি টাকা পর্যন্ত আয় করেছে। একটি গড় হিসেবে জানা যাচ্ছে, মাত্র ৫ দিনের এই অনুষ্ঠান চলাকালীন শুধুমাত্র এসকর্ট সার্ভিসের পিছনে ১০০ কোটি টাকার বেশি ব্যয় করেছেন বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের মঞ্চে যৌন কেচ্ছা!
  • কোটি কোটি টাকার বিনিময়ে রীতিমতো সেক্স পার্টির আসর বসিয়েছিলেন বিশ্বের শিল্প জগতের 'টাইকুন'রা।
  • এসকর্ট সার্ভিসের পিছনে ১০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয় ব্যবসায়ীদের তরফে।
Advertisement