সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের বাসস্টপে আততায়ীর ছুরির আঘাতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধা। অভিযুক্তর বয়স ২২। তাকে আটক করা হয়েছে।
নিহত মহিলার নাম অনীতা মুখে। বয়স ৬৬ বছর। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন মেডিক্যাল সেক্রেটারির পদে ছিলেন। গত সপ্তাহে লন্ডনের এডগার অঞ্চলের একটি বাসস্টপে দাঁড়িয়েছিলেন অনীতা। হঠাৎই তাঁর উপরে চড়াও হয় অভিযুক্ত তরুণ। ছুরির উপর্যুপরি আঘাত হানতে থাকে বুক ও গলায়। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্স আসে ঘটনাস্থলে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু অনেক চেষ্টার পরও বাঁচানো যায়নি অনীতাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মৃত্যুর কারণ হিসেবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, হামলার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। চারপাশের মানুষকে দেখা যায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে। এভাবে দিনের বেলায় খাস লন্ডনে (London) এমন হামলায় হতবাক হয়ে যান সকলে।
[আরও পড়ুন: ইতিহাসে প্রথম! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত গোটা AAP, আদালতে বলল ইডি]
অভিযুক্তকে ইতিমধ্যেই ওল্ড বেলি কোর্টে তোলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি আগস্টে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও বেআইনি অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। এদিকে মৃতার পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা অবলম্বন করার কথাই জানিয়েছে।