shono
Advertisement
Israel

যুদ্ধবিরতি চুলোয়! লেবানন থেকে ধেয়ে এল রকেট, পালটা বেলাগাম বিমান হামলা ইজরায়েলের

ইজরায়েলে রকেট হামলার অভিযোগ অস্বীকার হেজবোল্লার।
Published By: Amit Kumar DasPosted: 03:57 PM Mar 23, 2025Updated: 03:57 PM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তিকে একপাশে সরিয়ে রেখে এবার লেবাননে বেলাগাম বিমান হামলা ইজরায়েলের। গুড়িয়ে দেওয়া হল লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার একের পর এক ঘাঁটি। এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১০ জন। লেবাননের সরকারি সংবাদমাধ্যম এনএনএ-র তরফে এমনই দাবি করা হয়েছে। অন্যদিকে ইজরায়েলের তরফে জানা যাচ্ছে, শান্তিচুক্তি লঙ্ঘন করে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল হেজবোল্লা। তারই পালটা জবাব দেওয়া হয়েছে।

Advertisement

ইজরায়েল সেনার দাবি অনুযায়ী, সম্প্রতি লেবানন সীমান্তবর্তী ইজরায়েলের মেটুলা শহর লক্ষ্য করে পরপর ৬টি রকেট ছোড়া হয়েছিল। যার মধ্যে ৩টি রকেট ইজরায়েল সীমান্তে প্রবেশ করে। যদিও ইজরায়েলের ডিফেন্স সিস্টেম সেগুলিকে ধ্বংস করে দেয়। এরই পালটা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে লেবাননে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয় সেনাকে। সেই নির্দেশ মেনেই ইরান সমর্থিত হেজবোল্লা গোষ্ঠীর ঘাঁটিতে এই হামলা চলে। যদিও ওই রকেট হামলায় তাঁদের কোনও হাত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হেজবোল্লা। জানানো হয়েছে, লেবানন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে ইজরায়েলের হামলার পর পালটা দেশের সেনাকে সতর্ক থাকার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। পাশাপাশি এটাও জানিয়েছেন, 'আমরা চাই না নতুন করে যুদ্ধে ফিরতে।'

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে হামাসের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরু হয় গাজা ও ইজরায়েলের মধ্যে। ভয়াবহ সেই যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে লেবানন, ইরানের মতো দেশগুলি। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা থিতু হয়। গত বছরের ২৭ নভেম্বর ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করে লেবানন। সেই সময় দুই মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় হেজবোল্লা ও ইজরায়েল। পরে আরও বাড়ানো হয় সেই চুক্তি। এবার কী তবে যুদ্ধবিরতিতে দাড়ি টেনে নতুন করে দুই দেশ যুদ্ধে মেতে উঠতে চলেছে দুই দেশ উঠছে প্রশ্ন।

অন্যদিকে, প্যালেস্টাইনের সঙ্গেও যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইজরায়েল। তবে সেই মেয়াদ শেষ হওয়ার পর পণবন্দিদের মুক্তি না দেওয়ার অভিযোগে গাজায় হামাসের বিরুদ্ধে বেলাগাম বিমান হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় অন্তত ৫০০ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন হামাস কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুদ্ধবিরতি চুক্তিকে একপাশে সরিয়ে রেখে এবার লেবাননে বেলাগাম বিমান হামলা ইজরায়েলের।
  • গুড়িয়ে দেওয়া হল লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার একের পর এক ঘাঁটি।
  • এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
Advertisement